নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে ভারতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ১লা জুলাই বুধবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৬৫৩ জন। আর এই পরিস্থিতিতেই দেশে আজ থেকে জারি হলো Unlock 2.0। এই Unlock 2.0-এর নতুন নিয়ম কানুন সোমবার ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একইসঙ্গে দেশজুড়ে ৩১শে জুলাই পর্যন্ত বাড়লো লকডাউনের ষষ্ঠ দফা। কনটেনমেন্ট জোনগুলিতে এই লকডাউন কার্যকর থাকবে।
দেশজুড়ে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যার মাঝেই তিন মাসের লকডাউনের পর জুন মাস থেকে শুরু হয় আনলক পর্যায়। Unlock 1.0, যেখানে অনেক বিষয় ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার জারি হলো Unlock 2.0। ১ লা জুলাই থেকে দেশজুড়ে এই আনলকের দ্বিতীয় পর্যায় চলবে ৩১শে জুলাই পর্যন্ত। এই ধাপে অতি সংক্রামিত এলাকা বা কনটেনমেন্ট জোনগুলি বাদে বাকি দেশকে ছন্দে ফেরানোর দ্বিতীয় ধাপ এটা।
তবে এই Unlock 2.0 পর্যায়েও আগামী ৩১শে জুলাই পর্যন্ত দেশজুড়ে স্কুল কলেজ, সবরকম কোচিং ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলি বন্ধ থাকবে। তবে অনলাইনে পড়াশোনা চালু থাকবে। বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান (বন্দে ভারত মিশন ব্যতিত), জিম, সুইমিং পুল, ধর্মীয়-সামাজিক জমায়েত। এগুলি কবে খোলা হবে, সে সম্পর্কে পরে দিনক্ষণ ঠিক করা হবে। বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, সিনেমা-থিয়েটার হল, বার।
অতি সংক্রামিত এলাকা বা কনটেনমেন্ট জোনগুলিতে আগামী ৩১শে জুলাই পর্যন্ত চলবে কড়া লকডাউন। এই বিষয় রাজ্যগুলিকে বিশেষ নজরদারির বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রয়োজনে এই সব অঞ্চলের জন্য নতুন নিয়ম লাগু হতে পারে।সরকারি ভাবে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই এলাকাগুলিকে শনাক্ত করা হবে।
কনটেনমেন্ট জোনের বাইরে বিধিনিষেধ মেনে রাজ্য ও কেন্দ্রের ট্রেনিং ইনস্টিটিউশনগুলিকে ১৫ জুলাইয়ের পর থেকে ছাড়পত্র দেওয়া হবে। কনটেনমেন্ট জোনে ৩১শে জুলাই, ২০২০ পর্যন্ত কড়াভাবে লকডাউন পালন করতে হবে। কোনগুলি কনটেনমেন্ট জোন তা সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
খেলার অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক অনুষ্ঠান বা ধর্মীয় সভা কবে থেকে করা যাবে সেই বিষয় এই আনলকের দ্বিতীয় পর্যায় সিদ্ধান্ত নেওয়া হবে।
অতি সংক্রমিত এলাকার বাইরে কোনো দোকানে একসাথে ৫ জনের বেশী গ্রাহক উপস্থিত থাকতে পারবেন না এবং সেক্ষেত্রেও বাধ্যতামূলক সামাজিক দূরত্ব বজায় রাখা। বাকি বিষয় রাজ্যের সাথে আলোচনা করে পরবর্তীকালে ঠিক করা হবে বলেই জানা যাচ্ছে।
Unlock 2.0 পর্যায়ে দেশজুড়ে নাইট কারফিউয়ের সময় কমানো হয়েছে। ১লা জুলাই থেকে রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি এই কারফিউ জারি থাকবে। তবে শর্তসাপেক্ষে অনেকেই এই কারফিউতে ছাড় পাবেন। এর মধ্যে রয়েছেন শিফটিং ডিউটি থাকা অফিসের কর্মচারীরা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহণের সঙ্গে যুক্ত ব্যক্তি-সহ অন্যান্যরা। অর্থাৎ রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি পরিষেবা বাদে নাইট কার্ফু চলবে।