নিজস্ব প্রতিবেদন : সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র সরকার নতুন প্রকল্পের ঘোষণা করেছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হল অগ্নিপথ। তবে এই প্রকল্প সামনে আসার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। এই সকল বিক্ষোভের পরেই এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে তা সামনে এনেছে কেন্দ্র।
অগ্নিপথ প্রকল্পে যে সকল যুবক-যুবতীরা নাম নথিভুক্ত করবেন তারা যে সকল সুবিধা পাবেন সেগুলি হল, মাসিক বেতনের পাশাপাশি মিলবে হার্ডশিপ অ্যালোয়েন্স, ইউনিফর্ম অ্যালোয়েন্স, ক্যান্টিন ও মেডিকেল। এছাড়াও রয়েছে ট্র্যাভেল অ্যালোয়েন্স। অগ্নিপথে নাম নথিভুক্ত করা চাকরি প্রার্থীরা বছরে ৩০ দিন ছুটি পাবেন। এছাড়াও থাকবে মেডিকেল লিভ।
চাকরি করাকালীন যদি কোন অগ্নিবীর মারা যান তাহলে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা এক কোটি টাকা আর্থিক সাহায্য পাবেন। চাকরি অবস্থায় বিকলাঙ্গ অথবা এই ধরনের কোন সমস্যা হলে সেক্ষেত্রে এক্সগ্রাসিয়া হিসেবে ৪৪ লক্ষ টাকা পাওয়া যাবে। এর পাশাপাশি যত বছর চাকরি থাকবে তার বেতন এবং সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে।
এক এক জন অগ্নিবীরদের জন্য ৪৮ লক্ষ টাকার ইন্সুরেন্স রাখা হয়েছে। চাকরি করাকালীন কারুর মৃত্যু হলে সেক্ষেত্রে এই ইন্সুরেন্সের টাকা ছাড়াও পাওয়া যাবে সেবানিধি প্যাকেজ। পাশাপাশি যতদিন চাকরি বাকি আছে তার পুরো বেতন পাওয়া যাবে৷
এর পাশাপাশি অগ্নিপথ প্রকল্পে থাকা ২৫ শতাংশকে ১৫ বছরের মেয়াদ দেওয়া হবে। এছাড়াও চার বছরের কোটা শেষ করার পর বাকি ৭৫ শতাংশকে এককালীন ১১.৫ লক্ষ টাকা দেওয়া হবে। তারা কোনও গ্র্যাচুইটি, পেনশন বা অন্য কোনো অবসরকালীন সুবিধা পাবেন না। এই অবসরকালীন গ্রাচুইটি এবং পেনশন সুবিধা না থাকার কারণটিই হল বিক্ষোভের সবচেয়ে বড় কারণ।