পুজোর ভিড়েও পুরিতে মাত্র ১৩০০ টাকায় হোটেল! বুকিংয়ের সুযোগ হাতছাড়া করলে মিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীরা ঘুরতে পছন্দ করেন, যে কারণেই ছুটিছাটা পেলেই তারা বেরিয়ে পড়েন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তবে বাঙ্গালীদের ঘোরার জায়গার কথা মনে পড়লে প্রথমেই মনে আসে ‘দিপুদা’র। দিপুদা অর্থাৎ দিঘা, পুরী দার্জিলিং। অন্যান্য বছরের মতো এই বছরও এই তিন জায়গায় পূজোর ছুটিতে উপচে পড়া ভিড় হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই তিন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ইতিমধ্যেই ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল সব কিছুরই বুকিং প্রায় শেষের দিকে।

Advertisements

পর্যটন কেন্দ্রগুলিতে বুকিং যত বাড়ে ততই দেখা যায় হোটেলের ভাড়া লম্বা লম্বা লাফ দেয়। স্বাভাবিকভাবেই পুরীর (Puri) মতো পর্যটন কেন্দ্রেও যখন পর্যটকদের চাহিদা বাড়ছে সেই সময় হোটেল ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের কাছে রয়েছে একটি সরকারি হোটেলের খোঁজ, যেখানে আপনি লাক্সারি ভাবে মাত্র ১৩০০ টাকায় রাত কাটাতে পারবেন।

Advertisements

উড়িষ্যা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই ধরনের বিভিন্ন হোটেল, লাক্সারি ক্যাম্প, ওয়ো রুমের খোঁজ পাওয়া যাবে। এক্ষেত্রে যেমন ব্যয়বহুল থাকার জায়গা রয়েছে ঠিক সেই রকমই আবার ন্যূনতম খরচেও ভালো ভালো থাকার জায়গার বন্দোবস্ত রয়েছে। অনেকেই রয়েছেন যারা এই সকল বিষয়ে না জেনে বিভিন্ন সংস্থার মাধ্যমে হোটেল বুকিং করে রীতিমত লোকসানের মুখোমুখি হন।

Advertisements

নেচার ক্যাম্পের কথা বললে পুরীর নুয়ানাই রাত পিছু খরচ হবে ৪৯৫২ টাকা, সাতকোশিয়াই খরচ হবে ২৪৭৬ টাকা, চিলকায় খরচ হবে ৬১৯০ টাকা। এর পাশাপাশি সস্তায় রয়েছে পান্থ নিবাস। ১ অক্টোবর থেকে ৩০ জুন পর্যন্ত পান্থ নিবাসের ভাড়া কত পড়বে তা ইতিমধ্যেই স্থির করে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার জন্য।

পান্থ নিবাস সুইটে রাত কাটানোর ক্ষেত্রে রাত পিছু খরচ পড়বে ৪১০০ টাকা। এসি ডিলাক্স রুমের জন্য রাত পিছু খরচ পড়বে ৩১০০ টাকা। এসি রুমের জন্য খরচ পড়বে ২৩০০ টাকা এবং নন এসি রুমের জন্য খরচ পড়বে মাত্র ১৩০০ টাকা। এসি রুমে কমপ্লিমেন্টারি হিসেবে মিলবে বেড টি এবং ব্রেকফাস্ট। আলাদা করে যদি কেউ খাট নিতে চান তাহলে ৪৫০ টাকা বাড়তি দিতে হবে। এই সকল ভাড়ার পাশাপাশি লাগবে জিএসটি। এই সব পান্থ নিবাস বুক করা যাবে অনলাইনে।

Advertisements