নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা Jio। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে দাঁড়ানোর পাশাপাশি তারা বিভিন্ন দিকে নিজেদের ব্যবসা বাড়াতে শুরু করে। মোবাইল পরিষেবার পর তারা লঞ্চ করে ব্রডব্যান্ড Jio Fiber থেকে স্মার্ট ফোন ইত্যাদি।
এর পাশাপাশি মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা বিভিন্ন ধরনের বিনোদনের অ্যাপ এনে গ্রাহকদের দিন দিন আকৃষ্ট করতে থাকে। বিনোদনের ক্ষেত্রে সংস্থার তরফ থেকে যে সকল অ্যাপ আনা হয়েছে তাদের মধ্যে সম্প্রতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে JioCinema। কারণ এই অ্যাপের মাধ্যমে আইপিএল সহ বিভিন্ন ধরনের খেলা দেখা যায় সম্পূর্ণ বিনামূল্যে।
তবে এবার বিনামূল্যে JioCinema দেখার দিন শেষ হতে চলেছে। চলতি বছর যে আইপিএল চলছে সেই আইপিএল শেষ হলেই JioCinema বিনামূল্যে দেখার দিন শেষ হয়ে যাবে। Viacom18 প্ল্যাটফর্মটি খুব তাড়াতাড়ি তাদের এই অ্যাপ দেখার জন্য বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করতে চলেছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে কম বেশি সব ধরনের প্যাক থাকবে বলে জানা গিয়েছে। সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত তাদের প্ল্যান সম্পর্কে কিছু না জানালেও এক রেডিট ব্যবহারকারী সম্ভাব্য প্ল্যানের বিষয়ে পর্যবেক্ষণ করেছেন।
১) JioCinema অ্যাপের সবচেয়ে সস্তার প্ল্যান্টির নাম দ্য ডেইলি ডিলাইট হবে বলে অনুমান করা হচ্ছে। এই প্ল্যানটির এক মাসের জন্য সাবস্ক্রিপশন নিলে প্রতিমাসে খরচ হবে ২৯ টাকা। আবার এই প্ল্যানটি প্রতিদিন হিসাবেও বেছে নেওয়ার সুযোগ রয়েছে আর সেক্ষেত্রে খরচ করতে হবে মাত্র ২ টাকা।
২) দ্য গোল্ড স্ট্যান্ডার্ড নামে আরও একটি প্ল্যান আনা হতে পারে এবং তার পিছনে ব্যবহারকারীদের খরচ হবে তিন মাসের জন্য ২৯৯ টাকা। যদিও ডিসকাউন্ট অফারে এই প্ল্যান গ্রাহকরা পাবেন মাত্র ৯৯ টাকায়। এতে দুটি ডিভাইস কানেক্ট করা যাবে।
৩) ১১৯৯ টাকার একটি প্ল্যান আনা হচ্ছে যার নাম প্ল্যাটিনাম পাওয়ার। যদিও ডিসকাউন্ট অফারের এই প্ল্যানটি পাওয়া যাবে ৫৯৯ টাকায়। এতে এক বছর জিও সিনেমা দেখার সুযোগ রয়েছে এবং একসঙ্গে চারটি ডিভাইস কানেক্ট করা যাবে।