নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বৃহত্তম টেলিকম বাজারে বৃহত্তম টেলিকম সংস্থা হল মুকেশ আম্বানির জিও (Jio)। দেশের বৃহত্তম টেলিকম সংস্থার পর দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল (Airtel)। এই দুই টেলিকম সংস্থার পর তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ভোডাফোন আইডিয়া (Vi)। মূলত গ্রাহকরা দিন দিন এই টেলিকম সংস্থার পরিষেবায় সন্তুষ্ট না হওয়ার ফলেই তাদের গ্রাহক সংখ্যা অনেক কমে দাঁড়িয়েছে।
Vi এখন এমন এক জায়গায় রয়েছে যে একসময় তারা ভারত থেকে ব্যবসা তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছিল। তবে তার পর ধাপে ধাপে নিজেদের সামলে এখনো পরিষেবা দিয়ে যাচ্ছে। এই টেলিকম সংস্থা বর্তমান নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে তারা এখনো 5G পরিষেবা লঞ্চ করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে পারে নি। তবে এর মাঝেও গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য সস্তার দুটি রিচার্জ প্ল্যান ঢালাওভাবে সাজানো হলো।
১২৯ টাকা : এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা পাবেন যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ। এর সঙ্গে রয়েছে ২০০ এমবি ডেটা। তবে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে কোন এসএমএস সুবিধা নেই। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ১৮ দিনের ভ্যালিডিটি পাবেন।
২৯৮ টাকা : অন্যদিকে ২৯৮ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা ৫০ জিবি ডেটা পাবেন। এর সঙ্গে দেওয়া হচ্ছে Vi Movies & TV ক্লাসিকের সুবিধা। এর ভ্যালিডিটি ২৮ দিন।
এই দুটি রিচার্জ প্ল্যান ছাড়াও ১৮১ টাকার রিচার্জ প্ল্যানেও বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ১৮১ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করলে ব্যবহারকারীরা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন ১ জিবি করে ডেটা দেওয়া হয়।