নিজস্ব প্রতিবেদন : ভারতের স্টার্ট আপ সংস্থা হিসাবে Detel নামটির সাথে আমরা বেশ পরিচিত। এর আগে এই সংস্থা মাত্র ২৯৯ টাকায় ফিচার ফোন এবং ৩৯৯৯ টাকায় টিভি লঞ্চ করে দেশের সাড়া ফেলে দিয়েছিল। আর তারাই এবার বিশ্বের সবচেয়ে সস্তায় ইলেকট্রিক টু হুইলার আনতে চলেছে। তাদের ইলেকট্রিক টু হুইলারটি লঞ্চ হবে আগামী এপ্রিল মাসে।
বর্তমানে প্রতিনিয়ত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বহু মানুষকে ইলেকট্রিক বাহনের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। আর এই সকল চাহিদার কথা মাথায় রেখে এবার এই সংস্থা ইলেকট্রিক বাহন লঞ্চ করার পদক্ষেপ নিয়েছে। গত বছরই সংস্থাটির তরফ থেকে একটি ইলেকট্রিক টু হুইলার লঞ্চ করা হয়। যার নাম ছিল Detel Easy। আর এই মডেলটিকে পুনরায় আপগ্রেড করে লঞ্চ করার পথে Detel।
Detel Easy ইলেকট্রিক টু হুইলারের আপডেট ভার্সনের নাম দেওয়া হয়েছে Detel Easy Plus। আর এটিকেই বিশ্বের সবচেয়ে সস্তা ইলেকট্রিক টু হুইলার বলে অভিহিত করা হয়েছে Detel সংস্থার তরফ থেকে। গত বছর তাদের লঞ্চ করা ইলেকট্রিক টু হুইলারের দাম ছিল মাত্র ১৯,৯৯৯ টাকা। এর পরিপ্রেক্ষিতে নতুন মডেলের দাম একই রকম থাকবে বলে দাবি করেছে সংস্থা।
[aaroporuntag]
এই ইলেকট্রিক টু হুইলারে রয়েছে 20Ah ব্যাটারি। একবার এই ব্যাটারি ফুল চার্জ করলেই ৬০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে সাত থেকে আট ঘণ্টা। এছাড়াও এই মডেলের টু হুইলারের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় ২৫ কিলোমিটার। Detel Easy Plus টু হুইলারটি চারটি রঙের রয়েছে। যে গুলি হল ইয়েলো, রেড, টিল ব্লু ও রয়্যাল ব্লু।