২২ জানুয়ারি উদ্বোধনের পর কবে থেকে ভক্তরা দর্শন করতে পারবেন রাম মন্দির, জেনে নিন দিনক্ষণ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক দশকের আন্দোলনের পর এবার অযোধ্যার বিতর্কিত জমিতে পূর্ণতা পাচ্ছে রাম মন্দির (Ayodhya Ram Mandir)। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২০২০ সালে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর দেখতে দেখতে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তদের অনুদানের রাম মন্দির তৈরীর কাজ শেষ। এখন রাম মন্দিরকে শেষ ফিনিশিং দেওয়ার কাজ চলছে ও মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ চলছে।

রাম মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার পর আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বড় বড় নেতা, মন্ত্রী, তারকা ও বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই মন্দির উদ্বোধনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে রাম মন্দির চত্বরে। তবে প্রশ্ন হল, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হওয়ার পর কবে থেকে সাধারণ ভক্তরা প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে রামলালা দর্শনের জন্য?

মূলত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হলেও সেই দিন এবং তার দুদিন আগে থেকেই সাধারণ মানুষদের রাম মন্দির চত্বরে প্রবেশ একপ্রকার নিষিদ্ধ হয়ে যাবে। মন্দির উদ্বোধনের দুদিন আগে থেকেই শুরু হবে বিশেষ পুজোপাঠ। ওই তিনদিন সাধারণ ভক্তদের কোনোভাবেই মন্দির চত্বরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হবে না বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে যারা আমন্ত্রিত রয়েছেন তাদেরও মন্দির উদ্বোধনের আগেই পৌঁছে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

মূলত রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যে সব তারকারা আসবেন তাদের নিরাপত্তার জন্যই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকেও। এইসব পরিস্থিতির কথা মাথায় রেখে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সাধারণ ভক্তদের রাম মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। পরে ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।

মন্দিরে আগত ভক্তদের সংখ্যা সম্পর্কে এখন থেকেই যা অনুমান করা হচ্ছে তাতে মনে করা হচ্ছে, প্রতিদিন প্রায় ২ লক্ষ ভক্তের সমাগম হতে পারে রাম মন্দিরে। যে কারণে চার সারিতে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে মন্দির চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। এছাড়াও নিরাপত্তা জনিত অন্যান্য যেসব যন্ত্র রয়েছে তা বসানোর কাজও সেরে ফেলা হবে। ২০ ডিসেম্বর থেকে যে সকল ভক্তরা মন্দিরে আসবেন তাদের প্রত্যেকের ব্যাগ ক্যান করে তারপর প্রবেশ করানো হবে। এর পাশাপাশি ৩০ ডিসেম্বরের মধ্যে ভক্তদের সুবিধার জন্য যেসব কেন্দ্র রয়েছে তাদের সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।