Dharmatala Bus Terminal: বাস থেকে নেমে টুক করে মেট্রো! ধর্মতলায় বাস টার্মিনাল নিয়ে নয়া পরিকল্পনা

Dharmatala bus terminal is going to be underground: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকাকে দূষণমুক্ত রাখার জন্য একটি মামলা করা হয়েছিল ২০০৭ সালে। এই মামলার ভিত্তিতে উচ্চ আদালতে নির্দেশ দেওয়া হয় ছ’মাসের মধ্যে ওখানকার বাস টার্মিনাসকে (Dharmatala Bus Terminal) ময়দান চত্বর থেকে সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে সেই একই নির্দেশ জারি করেছে। কিন্তু এর জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই।

কোর্ট থেকে নির্দেশ পাওয়া সত্ত্বেও ধর্মতলার বাস টার্মিনাস (Dharmatala Bus Terminal) সেই জায়গা থেকে সরানো হয়নি। বহাল তবিয়তে রয়ে গেছে সেই একই জায়গায়। সেই কারণে আবারো হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারী পরিবেশকর্মী। মামলার শুনানির ফলে রাজ্য সরকার জানিয়েছে, ধর্মতলার বাস স্ট্যান্ড আগের জায়গা থেকে সরাতে হবে। পাশাপাশি ভূগর্ভস্থ ‘বহুতল’ বাস টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই সংক্রান্ত একটি নীল নকশা আদালতে পেশ করা হয়।

যখন মামলার শুনানি করা হয় তখন রাজ্যের পরিবহণ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল নয়া বাস টার্মিনাল (Dharmatala Bus Terminal) থেকে খুব সহজেই গঙ্গার ফেরি ঘাট এবং এসপ্ল্যানেড মেট্রোতে যাওয়া যায়। এখানে সর্বাই ভালো যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে। রাজ্যর বক্তব্য অনুসারে এতে সমীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্তের পরেই কেন্দ্রীয় সংস্থা ‘রাইটস’-কে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন 👉 Chittaranjan Locomotive Works Dankuni: চিত্তরঞ্জন লোকোমোটিভ মানেই রেকর্ড! এবার ইঞ্জিন তৈরিতে নজির ডানকুনি শাখায়

এই বিষয়ে কলকাতা হাই কোর্ট রাইটসকে দিয়ে ভূগর্ভস্থ বাস টার্মিনাল (Dharmatala Bus Terminal) সংক্রান্ত সমীক্ষা করাতে চার মাসের মধ্যে। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতরের মধ্যে বৈঠক হয়েছে এই ভূগর্ভস্থ মাল্টি লেভেল বাস টার্মিনাল নির্মাণের বিষয়। বাস টার্মিনাল সংক্রান্ত আলোচনা করা হয়েছে সেনাবাহিনী, পূর্ত দফতর, পুরসভা, কলকাতা মেট্রোসহ একাধিক দফতরের সঙ্গে রাজ্য পরিবহণ দফতরের।

এই আন্দোলনের মূল কারণ হলো ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানো। সেইজন্যই ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। পরিবেশ সুরক্ষা সংক্রান্ত মামলায় ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এছাড়াও আরও একটি বড় কারণ হলো ধর্মতলায় দূষণ এবং যানজট, এই বিষয়ে রাজ্য সরকার যথেষ্টই তৎপর হয়েছে। ধর্মতলা বাসস্ট্যান্ডকে প্রাথমিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হবে সাঁতরাগাছিতে। রাজ্য সরকার বর্তমানে ধর্মতলাতেই ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থার কথা ভাবছে।