নিজস্ব প্রতিবেদন : বিশ্ব তথা ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। তিনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সব ফরম্যাটে সাফল্য লাভ করেছেন। জিতেছেন সব ট্রফি। তাঁর ইস্পাত কঠিন স্নায়ু তাকে এনে দিয়েছে একের পর এক সাফল্য। শুধু লড়াই নয়, লড়াইয়ের মধ্যে থেকে জয় ছিনিয়ে আনার অদম্য মনোভাব তাকে দিয়েছে শ্রেষ্ঠ ক্যাপ্টেন, শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার স্বীকৃতি।
আগ্ৰাসী, বিশ্বের যেকোন মাঠে জয় লাভের জন্য মরিয়া ভারতীয় এই দলটি গড়ে তোলার পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তবে ক্রিকেটের সব ফরম্যাটে জয় এনে দেবার মূল কারিগর কিন্তু কুল মাহিই। সৌরভের মতোই তাঁর হাত ধরেও উঠে এসেছে ভারতীয় ক্রিকেটে একঝাঁক তরুণ ক্রিকেটার। যারা শাসন করছে বিশ্ব ক্রিকেট। তাঁর অধীনেই সবথেকে বেশি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ৫ ভারতীয় ক্রিকেটার। যারা নিজেরাই এক একজন ক্রিকেটের ইতিহাস সৃষ্টিকারী।
১. বীরেন্দ্র সেহবাগ : বীরেন্দ্র সেহবাগ বিশ্ব ক্রিকেটে এক একটি মাইল স্টোন স্থাপন করেছেন। ধোনীর অধিনায়কত্বে টেস্ট, ওয়ানডে, টি-টয়েন্টি সব মিলিয়ে তিনি ১২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গড় ৪১.৬৭ নিয়ে রান করেছেন ৬৩১৯। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১০ বার।
২. মহেন্দ্র সিং ধোনি : ধোনি নিজেও আছেন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হবার তালিকায়। অধিনায়ক হিসাবে ৩৩২ টি ম্যাচ খেলেছেন। ৪৬.৫৬ গড় নিয়ে করেছেন ১১,২০৭ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১৭ বার।
৩. সুরেশ রায়না : ম্যান অব দ্য ম্যাচ হওয়ার তালিকায় সুরেশ রায়না আছেন ৪ নম্বরে। ধোনির নেতৃত্বে তিনি ২২৮টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬২২৮। গড় ৩৪.২৩। তিনি ১২ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ধোনির আমলে।
৪. যুবরাজ সিং : ভারতীয় ক্রিকেটের বর্ণময় চরিত্র যুবরাজ। ৬ বলে ছয়টি ৬ মারার বিরল কৃতিত্বের অধিকারী তিনি। একক দক্ষতায় জয় একের পর এক জয় এনে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। ধোনির নেতৃত্বে তিনি ১৭৫ টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫০০২। গড় ৩৪.৩৬। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১৭ বার।
৫. বিরাট কোহলি : মহেন্দ্র সিং ধোনির পর ভারতীয় ক্রিকেটর দায়িত্বভার এসেছে বিরাট কোহলির হাতেই। তাঁর নেতৃত্বেই বিশ্ব ক্রিকেটকে শাসন করছে ভারত এখন। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার একবারে প্রথমেই আছে বিরাট কোহলির নাম। ধোনির অধিনায়কত্বে তিনি ২১০ টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৯২৮০। গড় ৪৯.৫০। ধোনির নেতৃত্বে কোহলি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২৭ বার।