‘এনকাউন্টার করা হবে’, তৃণমূল নেতার ‘পাকিস্তান’ মন্তব্যে ধ্রুব সাহা

Shyamali Das

Updated on:

Advertisements

প্রসূন দাস : ‘আপনারাও দুদিন পরে গলায় কাগজ লাগিয়ে ঘুরে বেড়াবেন, আমি পাকিস্তান বানাবো বলবো না। না হলে আপনাদের এনকাউন্টার করা হবে। কেউ বাঁচাতে পারবে না।’ নানুরের বাসাপাড়ায় রবিবার বিজেপির রোড শো থেকে এমনই বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে।

Advertisements

তিনি এদিন রোড শোয়ে নানুরের তৃণমূল নেতা শেখ আলমের ‘৩০% সংখ্যা ভোট একত্রিত হলে পাকিস্তান হতে পারে’, এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে এহেন মন্তব্য করেন। যা ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ধ্রুব সাহা বলেন, ‘আপনারাও দুদিন পরে গলায় কাগজ লাগিয়ে ঘুরে বেড়াবেন, আমি পাকিস্তান বানাবো বলবো না। না হলে আপনাদের এনকাউন্টার করা হবে। কেউ বাঁচাতে পারবে না।’ ঠিক কি বলেছিলেন নানুরের তৃণমূল নেতা শেখ আলম।

Advertisements

দিন কয়েক আগে নানুরের বাসাপাড়ায় ছোট একটি তৃণমূলের সভায় শেখ আলম মন্তব্য করেছিলেন, “আমরা যারা সংখ্যালঘু, তারা ৩০ শতাংশ। বাকিরা ৭০ শতাংশ। ওই ৭০ শতাংশ নিয়ে ওরা গদিতে বসবে। লজ্জা করা উচিত। আমরা যারা ৩০ শতাংশ লোক আছি একদিকে হয়ে যাই, তাহলে চার-চারটে পাকিস্তান তৈরি হয়ে যাবে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন শেখ আলমকে শোকজ করেছে। সেই শো-কজের উত্তর ইতিমধ্যেই শেখ আলম দিয়েছেন।

Advertisements

[aaroporuntag]
অন্যদিকে ধ্রুব সাহার তাঁর এদিনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে জানান, “ভারতবর্ষে থেকে যারা ভারতবর্ষের বিরোধিতা করবে তাদের এনকাউন্টার করা হবে নাতো ফুলের মালা পড়ানো হবে নাকি? তৃণমূলের শাসন ব্যবস্থায় এখানে পাকিস্তান হবে বলা যায়। কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় পাকিস্তান হবে বললে এনকাউন্টারই হবে। যারা পাকিস্তান করবো বলবে, যারা চারখানা পাকিস্তান করবো বলবে, যারা বলবে মিনি, যারা ডন পত্রিকার সাংবাদিককে ডেকে বলবে দেখুন কত সুন্দর মিনি পাকিস্তান করেছি, তাদের এনকাউন্টার করা হবে নাতো গলায় মালা পড়ানো হবে নাকি?”

ধ্রুব সাহার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কেরিম খান জানিয়েছেন, “ধ্রুব সাহা ভাবছেন ২ তারিখের পর বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। কিন্তু মমতা ব্যানার্জি বেঁচে থাকতে বিজেপির সেই স্বপ্ন পূরণ হবে না। আর উনি এই মন্তব্য করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো কমিশনে নালিশ জানানোর।”

Advertisements