Diamond Studded Ratan Tata: রত্নসমৃদ্ধ রতন টাটা, হিরের ঝলকানিতে উজ্জ্বল হলেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Diamond Studded Ratan Tata: টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা শুধু একজন শিল্পপতি ছিলেন না তিনি ছিলেন একজন উদ্যোগপতি। দেশের জন্য তাঁর অবদান সত্যি ভোলার নয়। নিজের জীবনে কাজকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। টাটা নমক থেকে শুরু করে টাটা স্টিল সবকিছুতেই রয়েছে তাঁর ছোঁয়া। তাঁর এই মৃত্যু সত্যি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইতিহাসের পাতায় তাঁর নাম উজ্জ্বল থাকবে সর্বদা, তেমনি তাঁকে রত্ন দিয়ে সাজিয়ে তুললেন গুজরাতের এক অলঙ্কার নির্মাতা সংস্থা।

Advertisements

প্রয়াত শিল্পপতি রতন টাটার চোখধাঁধানো এক প্রতিকৃতি (Diamond Studded Ratan Tata) নির্মাণ করা হলো ১১ হাজার হিরে দিয়ে। এই প্রতিকৃতি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গুজরাতের এক অলঙ্কার নির্মাতা সংস্থা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই নির্মাণকাজ। সকলেই এইকাজকে যথেষ্ট প্রশংসা করেছে।

Advertisements

তাঁর এই আবক্ষ প্রতিকৃতি (Diamond Studded Ratan Tata) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমের দৌলতে আজকে এই সুন্দর নির্মাণকাজ দেখতে পাচ্ছে সকলেই। একটি প্রতিবেদন অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে, এই প্রতিকৃতিটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে প্রায় এগারো হাজার হিরে।

Advertisements

আরো পড়ুন: রতন টাটা, ভারতীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায়ের মহানায়ক

যারা এই প্রতিকৃতি নির্মাণ করেছে তাদের বক্তব্য দেশের নক্ষত্রের জন্যই এই নক্ষত্রখচিত নির্মাণকাজ (Diamond Studded Ratan Tata)। মানুষ এবং পরিবেশের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি। পাশাপাশি তার পশুপ্রেমের কথা সকলেই জানে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিকৃতির নির্মাতা।

‌শিল্পপতি রতন টাটার মুখের আদলে তৈরি করা হিরেখচিত প্রতিকৃতি একটি ভিডিওর মাধ্যমে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীদের রীতিমতো তাক লেগে গেছে এই প্রতিকৃতি দেখে। ‘আর্থ এইট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় শিল্পপতির মুখ কিভাবে অতি দক্ষতার সঙ্গে সুনিপুণ হাতে তৈরি করা হয়েছে। শিল্পীর গুণের প্রশংসা না করে পারা যায় না। বুধবার রাতে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। তিনি বার্ধক্যজনিত রোগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় এই শিল্পপতির বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতের জনগণ কোনদিনও তাকে ভুলতে পারবেনা, হৃদয়ের মনিকোঠায় তাঁর স্থান চিরকাল অক্ষত থাকবে।

Advertisements