World Test Championship: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার! তবে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলো ভারত?

Prosun Kanti Das

Published on:

Advertisements

World Test Championship: ভারতের মাটিতে হচ্ছে তিন ম্যাচের ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সেখানে প্রথম টেস্টে ব্যাঙ্গালোরে আট উইকেটে পরাজিত হয় ভারত। বৃষ্টি এবং পাল্টা বৃষ্টিতে প্রথম দিনে টেস্ট ইতিহাসে সবথেকে কম স্কোর তোলে ভারত। আর তার ফল স্বরূপ চতুর্থ দিনে আট উইকেটে বিশাল পরাজয় হয় ভারতের। আর এর প্রভাব পড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) স্কোরকার্ডের উপরেও। মূলত এই স্কোরের উপর নির্ভর করে ঠিক হয় কোন কোন দল ফাইনালে খেলবে। তবে কি ফাইনাল থেকে ছিটকে গেলো ভারত? এমনটাই প্রশ্ন জন্মাচ্ছে সমস্ত ক্রিকেট প্রেমীদের মনে।

Advertisements

২০২৩-২৫ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) ১২ টি ম্যাচ খেলে আটটি ম্যাচে জিতে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। বাকি ম্যাচ গুলির একটিতে ড্র হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ জিতলে যোগ হয় ১২ পয়েন্ট, টাই হলে দুটি দলই ৬ পয়েন্ট পায় এবং খেলা ড্র হলে দুটি দল ৪ পয়েন্ট করে পেয়ে থাকে। এখনও পর্যন্ত খেলা ১২ টি ম্যাচ থেকে ভারতের প্রাপ্য নাম্বার হওয়ার কথা ছিল ১৪৪ তবে জয় – পরাজয় এবং ধীর বোলিংয়ের জন্য কাটা ২ পয়েন্ট ফাইন বাদ দিয়ে ভারত পেয়েছে ৯৮ পয়েন্ট। সম্প্রতি এই হারের পর ভারতের প্রাপ্ত পয়েন্টের শতাংশ ৭৪.২৪ থেকে কমে ৬৮.০৬ হয়েছে।

Advertisements

তবে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের এই হারে ভারতের প্রাপ্ত পয়েন্টের শতাংশ কমলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) স্কোর কার্ডে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তবে দ্বিতীয় স্থানে থাকা প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার সাথে ব্যবধান কমেছে কিছুটা। ভারতের মতো একই হার জিতের হিসেব রেখেও বোলিংয়ের ফাইন হিসেবে ১০ পয়েন্ট খুইয়ে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

Advertisements

এরপর তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। নটি টেস্টের পাঁচটি জিতে ৬০ পয়েন্ট জোগাড় করেছে এই দল। এদের প্রাপ্ত পয়েন্ট ৫৫.৫৬ শতাংশ। এদিন ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে নিউজিল্যান্ড। তাদের প্রাপ্ত পয়েন্ট ৪৪.৪৪ শতাংশ।

এরপর পঞ্চম স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড এঁরা ১৮ টি টেস্টের ৯টি তে জিতে হার জিত ও পেনাল্টি পয়েন্ট মিলিয়ে পেয়েছেন ৪৪.৪৪ শতাংশ। ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ছটি ম্যাচে দুটো জিতে তাদের সংগ্রহ ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। এরপর সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট। তালিকায় শেষ দুটি স্থানে রয়েছে পাকিস্থান এবং ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাকিস্তানের সংগ্রহ ২৫.৯৩ শতাংশ এবং ক্যারিবিয়ানদের সংগ্রহ ২০ শতাংশ পয়েন্ট। এই তালিকার পয়েন্ট শতাংশের উপর ভিত্তি করে শীর্ষে থাকা দুই দলের মধ্যে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলা হয়।

Advertisements