Trinamool candidate Shaukat Mollah’s power and wealth are both unlimited: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব ছিল একসময় ছিল বামেদের সবথেকে শক্ত ঘাঁটি। তবে বর্তমানে এখানে ঘাসফুলের রমরমা। শওকত মোল্লা ছিলেন সিপিএমের হেভিওয়েট নেতা রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ। তবে দুজনেই পরবর্তীকালে দল পরিবর্তন করেছে। শওকত মোল্লা ২০১৬ সালে প্রথম তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং তারপর থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। বিধায়ক হওয়ার দু বছরের মধ্যেই তিনি দায়িত্ব পান জেলা যুব তৃণমূলের সভাপতির। সম্প্রতি তার জমা দেওয়া মনোনয়ন পত্র থেকে জানা গেছে তার স্থাবর-অস্থাবর সম্পর্কে (Property of Saokat Molla)।
মনোনয়নপত্র থেকে জানা গেছে যে, ২০১৯ থেকে ২০২০ সালে শওকত মোল্লার আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা (Property of Saokat Molla)। তাঁর স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। যখন তিনি মনোনয়নপত্র জমা দেন তার হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ ছিল ৪১ হাজার ৩০০ টাকা। শওকত এর স্ত্রীর নামে তিনটি এলআইসির পলিসি আছে, যাতে জমা পড়ে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ তার নিজের নামে একটি স্করপিও গাড়ি আছে যার দাম ১৫ লক্ষ টাকা। নিজের নামে আছে ৬ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার এবং স্ত্রীর নামে আছে ৪৩ লক্ষ ৩ হাজার টাকার গয়না।
শওকত মোল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব করলে জানা যাবে, তার ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলে জমা আছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা৷ তার স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা৷ শওকতের নামে (Property of Saokat Molla) আছে মোট ৫টি জীবন বিমার পলিসি যাতে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা। প্রচুর জমি জায়গাও রয়েছে শওকত মোল্লার। এছাড়া হলফনামা অনুযায়ী, শওকতের কাছে আছে ১০ একর চাষের জমি। বর্তমান বাজারদর ৫১ লক্ষ ৫ হাজার টাকা। এমনকি তার স্ত্রীর নামেও আছে ৬ একর জমি, তার দাম হলো ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। তিনি যে বাড়িতে থাকেন তার মূল্য ৩৬ লক্ষ টাকা।
ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার অস্থাবর সম্পত্তির (Property of Saokat Molla) পরিমাণ মোট ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা। তাহলে এই দম্পতির অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা। শওকত মোল্লার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দুজনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। এই দম্পতির স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷
তৃণমূল নেতা শওকত মোল্লার মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটিরও বেশি। তিনি বাজারে দেনা ৪৮ লক্ষ ৪০ হাজার টাকা। তার জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে কোনরকম ফৌজদারি মামলা নেই। আগামী নির্বাচনে হতে চলেছে এক ত্রিমুখী লড়াই। বিদায়ী বিধায়ক শওকত মোল্লার প্রতিপক্ষ হল বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি। পূর্বে সওকাত মোল্লার জয় খুব সহজভাবে হলেও বর্তমানে তাকে কঠিন লড়াই লড়তে হবে। বিজেপির শক্তি বৃদ্ধি ও শাসকের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামাতে পারে আইএসএফ। তাই জয়ের হাসি আদৌ তার মুখে দেখা যাবে কি না সেটাই প্রশ্ন।