State without rail service: এটিই হলো ভারতের একমাত্র রাজ্য যেখানে চলে না ট্রেন! জানুন কোনটি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্রিটিশদের উপহার দিয়ে যাওয়া রেল পরিষেবা এখন ভারত সরকারের হাত ধরে নতুন নতুন উপহার পাচ্ছে। ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত রেল পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছে। তবে জানলে অবাক হবেন, স্বাধীনতার ৭৬ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একটি রাজ্যে গড়ায়নি ট্রেনের চাকা (States without rail service)। ভারতের ওই রাজ্য কোনটি?

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবায় এখন বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে। ভারতীয় রেল ইতিমধ্যেই দেশের রেল ট্র্যাকে বন্দে ভারত এক্সপ্রেস সহ বিভিন্ন ধরনের দ্রুতগতির ট্রেন নামিয়েছে। নতুন ট্রেন হিসাবে পথচলা শুরু করেছে অমৃত ভারত এক্সপ্রেস। এছাড়াও পশ্চিমের বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা দিয়ে আগামী দিনে ভারতে বুলেট ট্রেনের পথ চলাও শুরু হয়ে যাবে। কিন্তু এখনো দেশের একটি রাজ্যে কোন ট্রেন ছুটতে পারল না।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে দেশের বিভিন্ন প্রান্তে রেল ট্র্যাক পৌঁছে দেওয়ার কাজ চালানো হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে দেশের বিভিন্ন রেল স্টেশনকে অত্যাধুনিক রেল স্টেশন তৈরি করা হচ্ছে। কিন্তু রেলের তরফ থেকে এখনো ওই রাজ্যে রেলের বীজ রোপন করার কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠেনি। এই রাজ্যে যাতায়াতের সবচেয়ে বড় মাধ্যমই হল সড়ক পথ।

Advertisements

আরও পড়ুন ? অনেক হলো দার্জিলিং, সিকিম! এবার ঢুঁ মারুন এই অফবিটে, প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি

রেল পরিষেবা বিহীন ভারতের একমাত্র রাজ্য হিসেবে যে রাজ্য রয়েছে তা হলো সিকিম। সিকিমে এখনো পর্যন্ত কোনো রকম রেলপথ বা রেল পরিষেবা শুরু না হওয়ার কারণে পর্যটক থেকে শুরু করে প্রতিটি মানুষকেই সড়কপথে পৌঁছাতে হয় গ্যাংটক সহ অন্যান্য জায়গায়। তবে এই রাজ্য আর বেশি দিন রেলপথবিহীন অবস্থায় থাকবে না। কেননা এখানে ইতিমধ্যেই রেল পরিষেবার বীজ রোপন করার যে কাজ চলছে তা অনেকটাই শেষের দিকে।

সিকিমের রেল পরিষেবা চালু করার জন্য ২০১৬ সাল থেকে কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক প্রতিকূলতার কারণে কাজে অনেক বাধা-বিপত্তি এসেছে। তবে ভারতীয় রেল সেই সকল বাধা-বিপত্তিকে দূরে সরিয়ে নিজেদের কাজ এগিয়ে নিয়ে চলেছে স্বাচ্ছন্দেই। অন্যদিকে রাজ্য হিসেবে যেমন সিকিমে কোন রেল পরিষেবা নেই ঠিক সেই রকমই আবার কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপেও রেল পরিষেবা চালু করা সম্ভব হয়নি।

Advertisements