মধ্যবিত্তদের জন্য সুখবর, দামে রেকর্ড পতন পেট্রোল ও ডিজেলের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত কমে চলেছে। আর তার প্রভাব পড়েছে ভারতেও। ইতিমধ্যেই গতদিনের তুলনায় দেশজুড়ে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ২.৬৯ টাকা। আর ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ২.৩৩ টাকা৷ দোলের পরই এমন খবরে খুশির হাওয়া মধ্যবিত্ত পরিবারে। পেট্রোল ও ডিজেলের দামে এই রেকর্ড পতন ২০১৬ সালের পর ২০২০ সালে।

একদিকে করোনাভাইরাসের দাপাদাপি আর অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। আর তার কারণে ভারতেও পেট্রোল-ডিজেলের দাম নিম্নমুখী। দেখে নেওয়া যাক দেশজুড়ে পেট্রোলের দাম কোথায় কত টাকা লিটার।

বুধবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৭০.২৯ টাকা, যা মঙ্গলবার ছিল ৭২.৯৮ টাকা। মঙ্গলবার দিল্লিতে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৬৫.৩৪ টাকা। বুধবার সেই দাম দাঁড়িয়েছে ৬৩.০১ টাকা।

কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি দাঁড়িয়েছে ৭২.৯৮ টাকা। আর ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৬৫.৩৪ টাকা।

মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম অন্যান্য জায়গার তুলনায় কিছুটা হলেও বেশি। লিটার প্রতি পেট্রোলের দাম ৭৫.৯৯ টাকা। আর মুম্বাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৬৫.৯৭ টাকা।

চেন্নাইয়েও দাম অনেকটাই কমেছে পেট্রোল-ডিজেলের। এখানে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৭৩.০২ টাকা, পাশাপাশি ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৬.৪৮ টাকা।

গত মাসের ২৭ তারিখ থেকে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম এইভাবে কমতে শুরু করেছে। মনে করা হচ্ছে আগামী দিনে আরও সস্তা হতে পারে বহুমূল্য এই পেট্রোল ও ডিজেল।