Bathroom and Washroom: আপনিও কি বাথরুমকেই ওয়াশরুম আর ওয়াশরুমকে বাথরুম বলেন? জেনে নিন আসল পার্থক্য

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Bathroom and Washroom: খুবই সাধারণ মনে হলেও খুব কাছাকাছি মানে থাকা শব্দকে একই অর্থ অনুসারে ব্যবহার করে থাকি আমরা। কিন্তু আদতে তা ভুল। বাড়ির বিভিন্ন ঘরের আলাদা আলাদা নাম আছে, যেমন ড্রইং রুম, বেডরুম, গেস্টরুম ইত্যাদি। এই প্রত্যেকটি ঘরের কিন্তু ব্যবহার আলাদা আলাদা। ঠিক তেমনি বাথরুম, টয়লেট, বাথরুম, ওয়াশরুম (Bathroom and Washroom) বা রেস্টরুম এই শব্দগুলির কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে।

Advertisements

বেশিরভাগ ক্ষেত্রেই অনেকসময় আমাদের শব্দচয়নে ভুল হয়ে যায়। বাথরুম ও ওয়াশরুম (Bathroom and Washroom) দুটি আলাদা আলাদা মানে হলো সবগুলো ঠিক শেষ অংশ প্রায় একইরকম। আর এই শব্দচয়নের ভুলের জন্য কিছু কিছু জায়গায় অপ্রস্তুতিতে পড়তে হয় আমাদের। কিভাবে নিজেদেরকে এই অপ্রস্তুতির হাত থেকে বাঁচাবেন সেই নিয়েই কথা বলব আজক। বাইরের দেশে এই ওয়াশরুমকেই সবাই রেস্টরুম বলে। যদিও কিছু কিছু পাঁচ তারা হোটেলে এখন রেস্টরুম বলার প্রবণতা বেড়েছে।

Advertisements

সবার আগে আলোচনা করি বাথরুম নিয়ে, এই বাথরুম হচ্ছে এমন একটি জায়গা যেখানে স্নানের বিভিন্ন সুযোগ সুবিধার সাথে আছে টয়লেট এর সুবিধা। যেমন স্নানের জন্য এখানে থাকে মগ, বালতি, স্নানের উপকরণ সাবান, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও থাকতে টয়লেট সিট, কমোড ও আরো প্রয়োজনীয় সামগ্রী। এরম ঘরকে আমরা বলি বাথরুম।

Advertisements

আরো পড়ুন: ছেলে ও মেয়েরা আলাদা আলাদা হাতে ঘড়ি পরেন! এর কারণ জানেন?

এরপর বলবো টয়লেটের কথা। টয়লেট আমরা যেই স্থানটিকে বলি সেটি সাধারণত বাথরুমের তুলনায় ছোট হয় এবং এখানে টয়লেটের সুবিধা ছাড়া আর কোন সুযোগ সুবিধা নেই। আমরা যখন মলে যাই সেখানে আমরা ওয়াশরুমই পাই। অর্থাৎ সেখানে শুধু মাত্র টয়লেট ও চেঞ্জিং এর সুবিধাই আমরা উপলব্ধি করতে পারি। তাই এইবার থেকে ভেবে বলুন, যখনই কথা উঠবে, ওয়াশরুমকে ওয়াশরুম বা রেস্টরুম ও বাথরুমকে বাথরুম।

ঠিক একই ভাবে হাইরাইজ বিল্ডিং গুলিতে এখন ওয়াশরুম ও বাথরুমকে আলাদা করা হয়েছে। এখানে বাথরুমে শুধু মাত্র স্নানের সুবিধা থাকে, যেমন স্নানের উপযোগী বিভিন্ন শাওয়ার, কল, ফ্যান্সি বাথটাব ইত্যাদি। আর ওয়াশরুমে থাকে টয়লেট সিট ও জামাকাপড় চেঞ্জ করার সুযোগ সুবিধে। এখানে স্নান করার কোন ব্যবস্থা থাকে না। আশা করি, বাথরুম ও ওয়াশরুম (Bathroom and Washroom)-এর পার্থক্য বোঝা গেছে।

Advertisements