বাংলাএক্সপি ডেস্কঃ ভারতের টেলিকম দুনিয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের। বিশেষ করে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে জিও ও বিএসএনএল-এর মধ্যে (Jio vs BSNL)। মূলত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর এমন প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি।
মূলত জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে বিএসএনএল-এর মত নেটওয়ার্কে নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছেন। আর এমন মুহূর্তেই মাত্র ২ টাকার তফাতে একটি রিচার্জ প্ল্যানের খোঁজ মিলল, যে রিচার্জ প্ল্যানটিতে জিওর থেকে ডবল সুবিধা দিচ্ছে বিএসএনএল।
রাষ্ট্রয়াত্ত টেলিকম সংস্থা হিসেবে বিএসএনএল-এর ৯৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। অন্যদিকে বেসরকারি টেলিকম সংস্থা জিওর রয়েছে ৯৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান। এই দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে তফাৎ মাত্র ২ টাকা। কিন্তু ২ টাকার এমন সামান্য তফাৎ থাকলেও জিওর থেকে ডবল সুবিধা দিচ্ছে বিএসএনএল। তাহলে চলুন দেখে নিই ওই দুটি রিচার্জ প্ল্যানে সুবিধার ক্ষেত্রে কি কি ফারাক রয়েছে।
আরও পড়ুন: New Bus Route: রাজ্যে চালু হলো নতুন বাস রুট, দেখে নিন স্টপেজ থেকে ভাড়ার খুঁটিনাটি
জিও ৯৯৯ টাকা: জিও তাদের গ্রাহকদের ৯৯৯ টাকায় মোট ৯৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। ৯৮ দিনের ভ্যালিডিটি দেওয়ার পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে 4G ডেটা। তবে যে সকল গ্রাহকদের 5G হ্যান্ডসেট রয়েছে তারা 5G নেটওয়ার্কে থাকাকালীন আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে জিও টিভি জিও সিনেমা ও জিও ক্লাউড সাবস্ক্রিপশন রয়েছে।
বিএসএনএল ৯৯৭ টাকা: এবার যদি বিএসএনএলের ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যানটির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এই রিচার্জ প্ল্যানটিতে বিএসএনএল গ্রাহকরা ১৬০ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। যে সকল এলাকায় 4G লঞ্চ হয়েছে সেখানে 4G ডেটা এবং বাকি জায়গায় 3G ডেটা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল। পাশাপাশি দেওয়া হচ্ছে বিএসএনএল টিউনস সহ আরও একাধিক সুবিধা।