নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করার কারণে রেল পরিষেবাকে যেমন গণপরিবহনের মেরুদন্ড বলা হয়, ঠিক তেমনি আবার টিকিট নিয়ে চরম সংকট দেখা যায়। বহু ক্ষেত্রেই দেখা যায় আগে থেকে টিকিট বুকিং করলেও কনফার্ম টিকিট পাওয়া যায় না।
ট্রেনের টিকিটের ক্ষেত্রে কনফার্ম টিকিট, WL টিকিট, RAC টিকিট সহ বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। WL টিকিটের আবার বেশ কয়েকটি ভাগ দেখা যায়। তবে RAC টিকিট সম্পর্কে অনেকেই জানেন না, এর মাধ্যমে কি হতে পারে। এই টিকিট থাকলে ট্রেনে চড়া এবং বসা যায় কিনা তাও অনেকে জানেন না।
RAC-এর অর্থ হল Reservation Against Cancellation। এর অর্থ হল কোন যাত্রী ট্রেনে একটি টিকিট বুক করেছেন। কিন্তু সেই টিকিট কনফার্ম না হয়ে RAC হয়ে গিয়েছে। এক্ষেত্রে কোন একজন যাত্রী যদি তার টিকিট বাতিল করেন তাহলে আপনি কনফার্ম টিকিট পাবেন। হিসাব অনুযায়ী অন্য একজনের টিকিট ক্যান্সারের উপর নির্ভর করছে আপনার টিকিটের ভাগ্য।
তবে RAC টিকিটের ক্ষেত্রে কেবলমাত্র এইটুকু বলা যায় না। কারণ এর সঙ্গে ওয়েটিং লিস্ট টিকিটের বেশ কিছু ফারাক রয়েছে। ওয়েটিং লিস্ট টিকিটের ক্ষেত্রেও কোন একজন যাত্রী তার টিকিট বাতিল করলে তখন ধাপে ধাপে কনফার্ম হয়। সেই জায়গায় RAC টিকিট হলে একটি সিটের অর্ধেক ভাগিদার আপনি। অর্থাৎ একটি সিটে দুজনকে ভাগ করে যেতে হয় RAC টিকিটের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি অন্য কেউ টিকিট ক্যানসেল করেন তাহলে পুরো সিট আপনার হয়ে যাবে।
RAC টিকিট থাকলে আপনি ট্রেনে যাত্রা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ বাধা দিতে পারবেন না। তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রে পুরো সিট আপনার দখলে যাবে না অথবা অন্য কোন যাত্রীর দখলে যাবে না। দুজন RAC টিকিট থাকা যাত্রীকে ম্যানেজ করে যাত্রা করতে হবে।