নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল রুপি আনতে চলেছে। এই ঘোষণার পাশাপাশি তিনি জানান, সিবিডিসি বা ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল অর্থনীতিতে আরও গতি আনবে।
ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা আসার যে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফে, তারপর থেকেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে যারা এই ডিজিটাল মুদ্রার সঙ্গে পরিচিত নন। আবার অনেকেই এই ডিজিটাল মুদ্রাকে UPI পেমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলছেন। তবে এই দুটি জিনিস কিন্তু এক নয়।
ডিজিটাল রুপি চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ডিজিটাল মুদ্রা প্রকৃত মুদ্রার মতই। তবে এটি মিলবে ডিজিটাল বা ভার্চুয়াল রূপে। এগুলি মূলত ফিয়াট মুদ্রার ডিজিটাল সংস্করণ অর্থাৎ ইলেকট্রনিক আকারে। এগুলির কোন পণ্য বা পণ্যের উপর দাবি নয়। কারণ এগুলি কোন অন্তর্নিহিত মূল্য নেই।
ডিজিটাল মুদ্রা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে স্থানান্তরিত করা যাবে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ক্রিপ্টোর মতো। অন্যদিকে UPI হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। এই প্রযুক্তির মধ্য দিয়ে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্কিং ফিচার্স, নিরবিচ্ছিন্ন তহবিল রাউটিং এবং মার্চেন্ট পেমেন্টকে একত্রিত করে। সুতরাং দুটি জিনিস এক নয়।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতে সম্প্রতি বিভিন্ন ডিজিটাল মুদ্রার প্রচলন শুরু হয়েছে। মনে করা হচ্ছে সেই সকল ডিজিটাল মুদ্রাকে টেক্কা দিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা ডিজিটাল আনতে চলেছে। ভারতের এই ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে কর ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। যদিও অন্যান্য সংস্থার ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে এবং ডিজিটাল সম্পত্তির ক্ষেত্রে বিপুল পরিমাণ কর দিতে হবে ভারত সরকারকে।