দীঘা বেড়াতে যেতে চান, সরকারি ওয়েবসাইট থেকে নিশ্চিন্তে হোটেল বুকিং

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন তিনেক ছুটিতে বেড়ানোর ক্ষেত্রে সবচেয়ে উপযোগী জায়গা হল দীঘা। যে কারণে বছর ভর এই সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমণ ঘটে। বিশেষ করে এইরকম টানা ছুটিতে প্রচুর পরিমাণে পর্যটক দিঘায় আসার কারণে সবথেকে সমস্যা হয় হোটেল বুকিংয়ের ক্ষেত্রে।

Advertisements

বর্তমানে অনলাইনে সহজেই হোটেল বুকিং করা যায়। তবে অনেকেই আছেন যারা অনলাইনে বেসরকারি সংস্থার ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করতে ভয় পান। প্রতারণার মত ভয় তাদের আঁকড়ে ধরে। এইরকম ভয় যদি আপনার মধ্যেও থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হোটেল বুকিং করতে পারবেন এবং নিশ্চিন্তে দীঘা যেতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দীঘা ছাড়াও অন্যান্য পর্যটনকেন্দ্রগুলির হোটেল বুকিং করা যায়।

Advertisements

অনলাইনে এইভাবে সরকারি ওয়েবসাইট থেকে সরকারি থাকার জায়গা বুকিং করার জন্য পর্যটকদের লগইন করতে হবে https://wbtdcl.wbtourismgov.in/home ওয়েবসাইটে। এখানে রাজ্য সরকারের সব জায়গার গেস্ট হাউসের হদিশ দেওয়া হবে। সেই সকল গেস্ট হাউসের মধ্যে আপনি আপনার বাজেটের মধ্যে রুম বুকিং করতে পারবেন।

Advertisements

দীঘায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুটি গেস্ট হাউস রয়েছে। এই দুটি গেস্ট হাউসের মধ্যে যে কোন একটি গেস্ট হাউস থেকে রুম বুকিং করা যেতে পারে। রুম বুকিং করার সময় আপনার বাজেট, আপনি কি কি পরিষেবা পেতে চান ইত্যাদি সব রকম তথ্য জেনে তারপর বুকিং নেওয়া হবে।

এর পাশাপাশি অনলাইনে সরকারি এই গেস্ট হাউস বুকিং করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে একটি অফারও দেওয়া হচ্ছে। যদি কোন সিনিয়র সিটিজেন রুম বুকিং করেন তাহলে তাকে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। একইভাবে ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ১০% ছাড় দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements