বাড়তে চলেছে দীঘার সব হোটেলের ভাড়া, লাগু নতুন নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের অধিকাংশ সময় সমুদ্র সৈকত দীঘা এবং তার পার্শ্ববর্তী মন্দারমনি সহ অন্যান্য জায়গা পর্যটকদের ভিড়ে ভরা থাকে। কারণ পূর্ব মেদিনীপুরের এই দীঘা দেশ-বিদেশের বহু পর্যটকদের কাছেই জনপ্রিয়। তবে এবার এই সমুদ্র সৈকতে আসা পর্যটকদের হোটেল ভাড়ার জন্য আরও বেশি টাকা গুনতে হবে।

Advertisements

কম খরচে দীঘা ঘুরে আসার জন্য যারা ১০০০ টাকার নিচে হোটেল নিয়ে থাকতেন তাদের এবার বেশি খরচ হতে চলেছে। কারণ নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী এবার ১০০০ টাকার নিচে ভাড়া রয়েছে এমন হোটেলগুলির ভাড়া বাড়বে। আগে ১০০০ টাকা নিচে হোটেল ভাড়ার ক্ষেত্রে জিএসটি দিতে হতো না। যদিও এই নিয়ম কেবলমাত্র দিঘার জন্য নয়, এই নিয়ম চালু হয়েছে দেশের সমস্ত হোটেলের ক্ষেত্রেই।

Advertisements

১৮ জুলাই থেকে লাগু হওয়া নতুন নিয়ম অনুসারে, ১০০০ টাকার নিচে ভাড়া রয়েছে এমন হোটেলগুলির ক্ষেত্রে ১২% জিএসটি দিতে হবে। হিসাব অনুযায়ী কোন হোটেলের ভাড়া যদি ৯০০ টাকা হয়ে থাকে তাহলে সেই ভাড়ার সঙ্গে জিএসটি গুণতে হবে ১০৮ টাকা অর্থাৎ ভাড়া হিসাবে যাত্রীদের গুণতে হবে ১০০৮ টাকা।

Advertisements

সম্প্রতি লাগু হওয়া এই জিএসটি নিয়মের ফলে এবার থেকে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হবে সেই সকল পর্যটকদের যারা কম খরচে দীঘা সহ অন্যান্য জায়গায় ঘুরতে গিয়ে হোটেল খোঁজেন। কারণ এবার হাজার টাকার নিচে হোটেল নিলেও জিএসটি কাউন্সিলের নিয়ম অনুসারে ১২% জিএসটি গুনতে হবে।

নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে হোটেল মালিকদের তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ম লাগু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা নতুন পরিকাঠামো তৈরি করার জন্য তৎপরতা শুরু করেছেন। যে কারণে আগামী দিন কয়েকের মধ্যেই নতুন নিয়ম অনুসারে পর্যটকদের থেকে হোটেল ভাড়া নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

Advertisements