নিজস্ব প্রতিবেদন : সামনেই পুজো। এই পরিস্থিতিতে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করছে ভারতীয় রেল। সেই রকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হচ্ছে হাওড়া পুরি শতাব্দি এক্সপ্রেস এবং দীঘা পুরী এক্সপ্রেস। খুব তাড়াতাড়ি এই ট্রেনগুলি তাদের পরিষেবা প্রদান শুরু করে দেবে।
দীঘা পুরি দিঘা যে এক্সপ্রেস ট্রেনটি চালু করা হচ্ছে সেই ট্রেনটি চলতি সপ্তাহ থেকেই পরিষেবা প্রদান শুরু করবে। এই ট্রেনটি সপ্তাহে একদিন আপ এবং ডাউন অভিমুখে চলাচল করবে। অন্যদিকে হাওড়া থেকে দীঘা যে ট্রেনটি চালু করার ঘোষণা করা হয়েছে সেটি অক্টোবর মাস থেকে পরিষেবা দেওয়া শুরু করবে।
২২৮৯০ পুরী দিঘা এক্সপ্রেস : প্রতি শনিবার রাত ৯:০৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। রবিবার এসে পৌঁছাবে দিঘা। আগামী ৬ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে।
২২৮৮৯ দিঘা পুরী এক্সপ্রেস : প্রতি রবিবার বিকেল ৫:২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে দিঘা-পুরী এক্সপ্রেস। আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা।
১২২৭৮ পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস : প্রতিদিন ভোর ৫:৪৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী ২ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে এই ট্রেনটির।
১২২৭৭ হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস : ২ অক্টোবর থেকে এই ট্রেনটির পরিষেবা শুরু হতে চলেছে। প্রতিদিন দুপুর ২:১৫ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে।
পুজোর মুখে হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস চালু হওয়ার কারণে ভ্রমণ পিপাসু বাঙালিদের পরিভ্রমণের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অন্যদিকে দীঘা পুরি এক্সপ্রেস এক সমুদ্র সৈকত থেকে আর এক সমুদ্র সৈকতকে এক সূত্রে বেঁধে দিচ্ছে।