ভর্তুকি পেতে রেশন কার্ডের সাথে করুন আধার লিঙ্ক, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন : খাদ্য দপ্তরের ফুড কমিশনার মনোজ আগরওয়াল একটি নির্দেশিকা জারি করেছেন ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে। সেই নির্দেশিকায় এই প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং রাজ্যের খাদ্য সুরক্ষার দুটি প্রকল্পে এরাজ্যে ৯ কোটি ১০ লক্ষ মানুষের ডিজিটাল রেশন কার্ড রয়েছে। তবে এই কার্ড তৈরীর আরও প্রক্রিয়া চলার দরুন আগামী দিনে কার্ডের সংখ্যা আরও বাড়বে। রেশন দোকানে সরকারি প্রকল্পে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি পেতে হলে গ্রাহকদের অবশ্যই ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ করতে হবে। সপ্তাহে দুটি দিন বেছে নেওয়া হয়েছে এই সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণের বিজ্ঞপ্তি খাদ্য দপ্তর গত ১৮ই সেপ্টেম্বর তারিখ জারি করে। আগামী সোমবার অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর থেকে এই সংযুক্তিকরণের কাজ শুরু হবে। প্রতি সপ্তাহের মঙ্গল এবং বুধবার রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে এই নথিভুক্তিকরণের কাজ করা হবে। ব্যাপক চাহিদার কারণ রেশন দোকানে ভিড় এড়াতে গ্রাহকরা এই কাজ সম্পন্ন করতে পারবেন খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে গিয়েও।

রেশন দোকান সরকারিভাবে সোমবার ছুটি থাকায় সংযুক্তিকরণের ঐ দুদিন বাদে অন্যান্য দিনগুলিতে গ্রাহকরা রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, সমস্ত ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার সংযুক্তিকরণ বড় কাজ। এই কাজ সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগবে।

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ না করলে আগামী দিনে রেশন দোকানে পাওয়া খাদ্যসামগ্রীতে সরকারি ভর্তুকি পাওয়া যাবে না। তবে কবে থেকে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তা এখনো পরিষ্কারভাবে জানায়নি কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্র সরকার আধার সংযুক্তিকরণের জন্য সেপ্টেম্বর মাসকে সময়সীমা হিসেবে দিয়েছে।

এর আগেও এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সূচি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দফায় দফায় সেই সময়সূচী বাড়ানো হয়। আর এবারও এই সময়সূচি বাড়ানোর জন্য রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের যেকোনো একজন সদস্য রেশন দোকানে অথবা খাদ্য দপ্তরের অফিসে গিয়ে পরিবারের সকল সদস্যের আধার সংযুক্তিকরণের কাজ সম্পন্ন করতে পারেন। খাদ্যসামগ্রী নেওয়ার সময় গ্রাহকের আঙ্গুলের ছাপ নিয়ে যাচাই করা হবে ই-পস যন্ত্রে। পাশাপাশি গ্রাহকের মোবাইল নাম্বার ওই যন্ত্রে নথিভূক্ত করা হবে। রেশন নেওয়ার সময় ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে যেটি ই-পস যন্ত্রে নথিভূক্ত করতে হবে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকারের এই পরিকল্পনা।