নিজস্ব প্রতিবেদন : রেশনে কেরোসিন তেল দেওয়া নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের। ডিজিটাল রেশন কার্ড থাকলেই অতিরিক্ত কেরোসিন তেল দেওয়ার কথা ঘোষণা করা হলো। ডিজিটাল রেশন কার্ড রয়েছে এমন গ্রাহকরা মাথাপিছু ১০০ মিলিলিটার কেরোসিন তেল অতিরিক্ত পাবেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
এই অতিরিক্ত কেরোসিন তেল দেওয়া হবে আগামী অক্টোবর মাসে। অন্যান্য মাসে স্বাভাবিক নিয়মে গ্রাহকরা যেখানে মাথাপিছু ৫০০ মিলিলিটার কেরোসিন তেল পেতেন, সেখানে তারা অক্টোবর মাসে ৬০০ মিলি লিটার কেরোসিন তেল পাবেন। এবিষয়ে ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এর পাশাপাশি এটাও জানানো হয়েছে যে এই অতিরিক্ত কেরোসিন তেলের বরাদ্দ কেবলমাত্র অক্টোবর মাসের জন্যই।
কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি তিন মাসের কেরোসিন তেলের কোটা বরাদ্দ করা হয় রাজ্যগুলিকে। আর এই সময়ের মধ্যে বরাদ্দ কেরোসিন তেল তুলে নিতে হয় রাজ্যগুলিকে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মাস অর্থাৎ সেপ্টেম্বরে দেখা যায় প্রায় ১১ হাজার ৬০০ কিলো লিটার কেরোসিন তেল তোলা বাকি রয়েছে রাজ্যের। যার পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তরের তরফ থেকে দিন কয়েক আগে নির্দেশিকা জারি করে রাজ্যের জেলাগুলির হোলসেলার, এজেন্টদের ওই অতিরিক্ত কেরোসিন তুলে নিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতেই আগামী মাসে ১০০ মিলিলিটার কেরোসিন অতিরিক্ত পাবেন ডিজিটাল রেশন কার্ড রয়েছে এমন গ্রাহকরা।