রেশনে কত পরিমাণ সামগ্রী আপনার অধিকার, তালিকা প্রকাশ করলেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের বিপর্যয়ে দেশ দীর্ঘ লকডাউনের কবলে। আর এমত অবস্থায় দুঃস্থ দরিদ্রদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। সেই সঙ্কট মোকাবিলায় কেন্দ্র থেকে প্রতিটি রাজ্যে পাঠানো হচ্ছে বিপুল পরিমাণ চাল, যাতে গরীব মানুষের অনাহারের অবস্থা সৃষ্টি না হয়। কিন্তু সেই চাল পশ্চিমবঙ্গে এলেও গুদামজাত হয়ে পড়ে আছে বলে অভিযোগ। এমন বিপর্যয়ে রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি অভিযোগ করেছেন, “জেলায় জেলায় রেশনের সঙ্কট চলছে, রাজ্য সরকার অভুক্ত মানুষের হাতে চাল তুলে দিতে পারছে না। রেশন ডিলাররা বলছে আমাদের কাছে দেবার মতো চাল নেই। অথচ কেন্দ্রের পাঠানো বিনামূল্যে ১ লক্ষ ২৫ হাজার টন চাল FCI গোডাউনে পড়ে আছে। কেন রাজ্য সরকার ক্ষুধার্ত মানুষের কাছে এই চাল পৌঁছে দিচ্ছে না।”

কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক দড়ি টানাটানিতে গরীব মানুষদের জন্য প্রয়োজনীয় চাল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যৌথ পরিকল্পনার অভাবে রাজ্য ও কেন্দ্রের বিলি ব্যবস্থায় সমন্বয় থাকছে না।
কেন্দ্রের এই বিলি ব্যবস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কারা কারা ও কত পরিমাণ রেশন পাবেন। ১ লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত (৬মাস) কেন্দ্রীয় প্রকল্পের এই খাদ্য সামগ্রী বিলি করা হবে।

যে সব উপভোক্তা অন্তোদয় অন্ন যোজনার (AAY)
অন্তর্ভুক্ত, মাসিক বিতরণে তাঁরা চাল ১৫ কেজি পরিবার পিছু, ২০ কেজি গম অথবা ১৯ কেজি আটা পাবেন বিনামূল্যে, চিনি ১৩.৬০ টাকা প্রতি কেজি পরিবার পিছু পাবেন।

অগ্ৰাধিকার প্রাপ্ত পরিবার (PHH) ও বিশেষ পরিবার (SPHH) মাসিক হিসাবে ২ কেজি করে চাল ও ৩ কেজি গম অথবা ২.৮৫০ কেজি আটা প্রতিটি প্রাপ্ত বয়স্ক বিনামূল্যে পাবেন।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ (RKSY -1) তে মাসিক ভিত্তিতে ২ কেজি চাল প্রতিটি প্রাপ্ত বয়স্ক, ৩ কেজি গম প্রতিটি প্রাপ্ত বয়স্ক বিনামূল্যে পাবেন।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা–২ (RKSY-2) অন্তর্ভুক্ত ব্যক্তিরা ১ কেজি করে চাল ১৩ টাকায়, গম ১ কেজি ৯ টাকায় প্রতিটি প্রাপ্ত বয়স্ক পাবে।

যারা বিশেষ উপজাতি, তাঁরা ৮ কেজি করে চাল ও ৩ কেজি করে গম প্রাপ্ত বয়স্ক অনুযায়ী বিনামূল্যে পাবেন।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের পাঠানো চাল বিলি করা হবে বলে জানানো হয়েছে তবে কবে থেকে তার কোন নির্দেশ ঘোষণা করা হয়নি।