Exit Poll West Bengal: হেরে যাচ্ছেন দিলীপ ঘোষ থেকে ইউসুফ পাঠান! এক্সিট পোলে বড় ইঙ্গিত

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত শনিবার সপ্তম দফা ভোটগ্রহণের মধ্য দিয়ে একপ্রকার শেষ হয়ে গেল ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এখন শুধু পালা ফলাফল ঘোষণা। ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী ৪ জুন মঙ্গলবার। তবে তার আগে শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হতেই বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) ফলাফল প্রকাশ করেছে। যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকেই কিছুটা হলেও অনুমান করা যেতে পারে এবার কোন কেন্দ্রে কে জিততে পারেন।

Advertisements

দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আনা হয়েছে। এই সকল কেন্দ্রে কে জিততে পারেন, বিজেপি না তৃণমূল, নাকি বাম কংগ্রেস জোট চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির রাজু বিস্তা, কলকাতা দক্ষিণ কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মালা রায়, বহরমপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, হুগলি কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির লকেট চ্যাটার্জি, কৃষ্ণনগরের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র, ডায়মন্ড হারবারে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো।

Advertisements

রায়গঞ্জে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির কার্তিক পাল, বোলপুরে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের অসিত মাল, বালুরঘাটে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুকান্ত মজুমদার, বর্ধমান পূর্ব কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শর্মিলা সরকার, তমলুক কেন্দ্রের সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দমদম কেন্দ্রে সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়, হাওড়ায় সম্ভাব্য জয় লাভ করতে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়।

মথুরাপুর কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের বাপি হালদার, মেদিনীপুর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অগ্নিমিত্রা পল, মালদা উত্তর কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির খগেন মুর্মু, বসিরহাট কেন্দ্রে সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম, জলপাইগুড়িতে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির জয়ন্ত রায়, আসানসোল কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন ? Exit Poll 2024: বাংলায় কটা পাবে বিজেপি, তৃণমূলেরই বা কটা? দেশের ফলাফলই বা কী হতে পারে

বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির সুভাষ সরকার, ব্যারাকপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন বিজেপির অর্জুন সিং, কোচবিহার থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন নিশীথ প্রামানিক, বারাসাত লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারেন কাকলি ঘোষ দস্তিদার, বিষ্ণুপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির সৌমিত্র খাঁ, আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপির অরূপ কান্ত দিগার, বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী তৃণমূলের শতাব্দী রায়, বনগাঁ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী বিজেপির শান্তনু ঠাকুর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের খলিলুর রহমান, কাঁথি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির সৌমেন্দু অধিকারী, উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূলের সাজদা আহমেদ, যাদবপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের সায়নী ঘোষ, আলিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপির মনোজ টিগ্গা, কলকাতা উত্তরে সম্ভাব্য জয়ী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণে সম্ভাব্য জয়ী কংগ্রেসের ইশা খান চৌধুরী, ঝাড়গ্রামে সম্ভাব্য বিজেপির প্রমথ টুডু, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয়নগরের সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রতিমা মন্ডল এবং ঘাটালে সম্ভাব্য জয়ী তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব।

শনিবার এই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে এবিপি-সি ভোটার। তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক লোকসভা কেন্দ্র ধরে ধরে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল জিততে পারে ২০টি আসন, বিজেপি জিততে পারে ২০টি আসন এবং কংগ্রেস জিততে পারে ২টি আসনে। আর তাদের এই বুথ ফেরত সমীক্ষা থেকেই স্পষ্ট, দিলীপ ঘোষ, ইউসুফ পাঠান, হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ), রেখা পাত্র সহ আরও কয়েকজন চর্চিত মুখ এবার জয়ের মুখ নাও দেখতে পারেন।

Advertisements