NBSTC Bus Service: আরও সহজে যাওয়া যাবে উত্তরবঙ্গের কোচবিহার, আসছে নতুন বাস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গা পর্যটকদের কাছে সবসময় আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গ হোক অথবা দেশের অন্য কোন জায়গা থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটকরা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় পাড়ি দিয়ে থাকেন। এই সকল পর্যটকদের এবার একটি সুখবর দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)।

যে সকল পর্যটক এবং সাধারণ মানুষরা কলকাতা থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় যেতে চান তাদের জন্য এমন সুখবর দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে। কেননা তাদের তরফ থেকে এবার সোজা কলকাতা থেকে দিনহাটা এবং দিনহাটা থেকে কলকাতা পর্যন্ত একটি বাস পরিষেবা (NBSTC Bus Service) চালু করা হতে চলেছে। দীর্ঘদিন এই স্থানীয় বাসিন্দাদের দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে এই বাস পরিষেবা চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে সংস্থা সূত্রে।

গত বৃহস্পতিবার দিনহাটায় থাকা ডিপো থেকে একটি বাসের উদ্বোধন করা হয়। যে বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে দিনহাটা থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বাস চালু হওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়। যেখানে তিনি বলেন, খুব তাড়াতাড়ি কলকাতা থেকে দিনহাটা রকেট বাস পরিষেবা চালু করা হবে।

আরও পড়ুন 👉 NBSTC New Bus: বাঁচবে সময়, বাঁচবে টাকা! শিলিগুড়ি যাওয়ার নতুন দুটি বাস চালু করলো NBSTC

দিনহাটা থেকে কলকাতা সরাসরি বাস না থাকার কারণে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা নতুন বাসের দাবি তুলছেন। কেননা এই রুটে সরাসরি কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য খুব বেশি ট্রেনও নেই। স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থায় এমন প্রতিকূলতার কারণে এলাকার বাসিন্দাদের কলকাতার সঙ্গে যোগাযোগ করতে হলে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। এই অসুবিধা থেকে রক্ষা পেতেই সরাসরি কলকাতার জন্য বাসের দাবি তোলা হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার দিনহাটা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি সরাসরি বাসের উদ্বোধন করা হয়। যে বাসটি মাথাভাঙ্গা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। ওই বাসটি একই দিনে আবার শিলিগুড়ি থেকে দিনহাটায় ফিরে আসবে। প্রতিদিন এই বাস চলাচল করবে বলে জানা যাচ্ছে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা অনেক উপকৃত হবেন। এছাড়াও দূরপাল্লার রুটে যাতায়াতের জন্য সংস্থার তরফ থেকে সমস্ত রকম সুবিধা প্রদান করা হবে বলেও জানা যাচ্ছে।