নিজস্ব প্রতিবেদন : দুদিনের সফরে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাঁসা কর্মসূচি নিয়ে এলেও তারই মধ্যে সময় করে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করার জন্য সময় বের করেন। সৌরভও অমিত শাহকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান।
সৌরভের আমন্ত্রণে শুক্রবার নৈশভোজে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনিতেই আঁটোসাঁটো নিরাপত্তায় থাকে সৌরভ গাঙ্গুলীর বাড়ি, এরপর আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগমণে মাছি গলানোর উপায় ছিল না। এমনকি এই নৈশভোজে সৌরভের পরিবারের মাত্র আটজন অংশগ্রহণ করার জন্য অনুমতি পান।
সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজের সময় উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী, সৌরভের মা নিরূপা গাঙ্গুলী, দাদা স্নেহাশিস গাঙ্গুলি। এছাড়াও ছিলেন সৌরভের দু’জন আপ্তসহায়ক ও দুজন পরিচারিকা।
অমিত সাহা সম্পূর্ণভাবে নিরামিষাশী হওয়ার কারণে তার পাতে যাতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরে তার জন্য কোনরকম খামতি রাখা হয়নি। সৌরভ গাঙ্গুলীর মা নিরুপা গাঙ্গুলীর তত্ত্বাবধানে পুরোপুরি নিরামিষ বাঙালি পদের আয়োজন করা হয়েছিল। বাড়িতে আগমনের সঙ্গে সঙ্গেই পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা ছিল।
সৌরভ গাঙ্গুলীর বাড়িতে অমিত শাহের নৈশভোজের জন্য খাবারের পাতে যে সকল পদ রাখা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির, দই, রসগোল্লা, কাজু বরফি ইত্যাদি।
Union Home Minister Amit Shah met with BCCI chief Sourav Ganguly and had dinner with him at his residence in Kolkata, West Bengal pic.twitter.com/dCn3TkgsT1
— ANI (@ANI) May 6, 2022
অন্যদিকে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে এইভাবে নৈশভোজে অমিত শাহের আগমনের পরিপ্রেক্ষিতে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান গুঞ্জন। যদিও এই গুঞ্জন একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই শুরু হয়। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে।