কমে গেল রান্নার গ্যাসের দাম, জেনে নিন সিলিন্ডার পিছু নতুন দাম

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে যখন চলছে করোনা ভাইরাসের সংক্রমনের প্রকোপ, চলছে লকডাউন। যখন মিনিটে মিনিটে মধ্যবিত্ত পরিবারগুলিকে বিঁধছে আশঙ্কা, অস্বস্তি। পাশাপাশি জিনিসপত্রের দাম দিনের পর দিন যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের পক্ষে রীতিমতো কষ্টের হয়ে যাচ্ছিল সংসার চালানো। এ যেন নুন আনতে পানতা ফুরানোর দশা। জিনিসপত্রের বিভিন্ন দামের সঙ্গে সঙ্গে আবার রান্নার গ্যাসের দাম, কখনো আকাশ ছোঁয়া আবার কখনো কমে যাওয়া। যা মধ্যবিত্তের পক্ষে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে উঠেছিল। তবে এবার কিছুটা হলেও স্বস্তি, বিশেষ করে লকডাউন পরিস্থিতিতে। এপ্রিল মাসের শুরুতে বেশ কিছুটা কমে গেল ভর্তুকি রান্নার গ্যাসের দাম।

মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি দিয়ে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমেছে ৬৫.৫০ টাকা করে। এখন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ৭৭৪.৫০ টাকায়। জেলায় মিলবে ৭৯৫.৫০ টাকায়। অন্যদিকে ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ১০১.৫০ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এই রান্নার গ্যাসের দাম হয়েছে সিলিন্ডার প্রতি ১৩৪৮.৫০ টাকা। তবে রান্নার গ্যাসের দাম কমলেও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে ১ টাকা করে। আর পেট্রোলের দাম বেড়েছে ১.০১ টাকা করে।

রান্নার গ্যাসের দাম গত মাসেও কমেছিল। আবার এই মাসের প্রথম দিকে তা কমে গেল। কিন্তু কেন এভাবে গ্যাসের দাম কমা বাড়া হয় এটা কি জানা আছে?

আসলে বিদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেটের হিসেব ও আন্তর্জাতিক বেঞ্চমার্ক দর অনুযায়ী এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়। আর যেহেতু এলপিজি গ্যাসের এই মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত বিভিন্ন সময়ে এলপিজি গ্যাসের দাম তাই কমে যায় আবার কখনো অস্বাভাবিক রকমের দাম বেড়ে যায়। আর গ্যাসের এইভাবে দাম কমা বাড়ার জন্য মানুষ কখনো অস্বস্তিতে পড়েন কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মাসের প্রথম দিনে আজকের এই খবরটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।