সামাজিক অবক্ষয় রুখতে সমাজকে সুপথে আনতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদন : সামাজিক অবক্ষয় যখন একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যখন সকলেই লোভে মোহে পড়ে মহা সর্বনাশের পথে এগিয়ে চলেছে, তখন ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের দেশের এই বিরূপ পরিস্থিতিকে বদলানো এবং পরবর্তী প্রজন্মকে এক সুস্থ সমাজ উপহার দেওয়াও আমাদের কর্তব্য।

এই উদ্দেশ্যকেই বাস্তবায়িত করার জন্য শ্রীরামপুর বাবুইজোড় বিবেকানন্দ যুব সংঘের তরফ থেকে এক দিনের এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সমস্যার প্রারূপ ও তার সমাধানের উপায় বিভিন্ন বক্তারা উপস্থাপন করেন।

গ্রামের এক জনৈক গৃহশিক্ষক প্রদীপ বয়রার দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন ও পূজনীয় আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচিত হয়। বক্তা হিসেবে বাবুইজোড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সুজিত সৌ মণ্ডল বেটি বাঁচাও, বেটি পড়াও – যোজনার উপর আলোকপাত করেন, বিশিষ্ট আইনজীবী তপন সাহানী সাম্প্রতিক ঘটনাবলীর উপর আলোকপাত করেন, যুব সঙ্ঘের সদস্য ও গবেষক দেবাশিস কর্মকার জলসংকট ও বীরভূম প্রসঙ্গ বিষয়ে বর্তমানে ভূগর্ভস্থ জলের অবস্থান ও আমাদের অবশ্য করনীয় কী? সেই বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করেন, কাঁকড়তলা থানার এস. আই. শ্রী বন্ধন দেওঘড়িয়া হিউম্যান ট্রাফিকের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অবশেষে যুব সংঘের সভাপতি শ্রী রূপক মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান শেষ হয়। NYV মিলন মুদি এই অনুষ্ঠানটির আহ্বায়ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনমালী গঁড়াই।