Disney Reliance Deal: ছিলেন প্রতিপক্ষ হয়ে গেলেন টিম মেম্বার, সেধে প্রতিপক্ষকে দলে নিলেন মুকেশ আম্বানি। একসময় প্রতিপক্ষ সংস্থা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু এখন তারা টিম মেম্বার। ওয়াল্ট ডিজনির সাথে চুক্তিবদ্ধ হয়েছে রিলায়েন্স (Disney Reliance Deal)। এই চুক্তি অনুমোদন করেছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। দুদিন আগেই অর্থাৎ বুধবার দিন এই চুক্তির অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। তৈরি হলো ভারতের বিনোদন জগতের বিশাল এক সাম্রাজ্য। যার মূল্য নির্ধারিত হয়েছে ৭০০০০ কোটি টাকা।
বুধবার শেয়ার বাজার বন্ধ হবার পর এই ঘোষণা করা হয়েছে। সেই দিন শেয়ার বাজার বন্ধ হবার পর কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি ঘোষণা করা হয়। তাতে বলা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, স্টার টেলিভিশন প্রোডাকশন লিমিটেড, ডিজিটাল ১৮ মিডিয়া লিমিটেড, ভায়াকম ১৮ প্রাইভেট মিডিয়া লিমিটেড ইত্যাদি সংস্থাগুলির প্রস্তাবিত চুক্তিকে অনুমোদন দেওয়া হল। স্বেচ্ছায় পরিবর্তনের সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলেই ওয়াল্ট ডিজনির সাথে ৭০ হাজার কোটি টাকার চুক্তিবদ্ধ (Disney Reliance Deal) হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
যারা জানেন না তাদের মনে প্রশ্ন উঠতেই পারে স্বেচ্ছায় পরিবর্তন কথাটার মানে কি? কারণ এই বিষয়ে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ডিজনির প্রধানরা। ফলে এই চুক্তিতে (Disney Reliance Deal) ঠিক কোন অংশটি স্বেচ্ছায় পরিবর্তন সাপেক্ষে করা হয়েছে তা এখনো ধোয়াশার মধ্যেই রয়ে গেছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গ এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু সেই প্রতিবেদনও এই বিষয়টিকে স্পষ্ট করা হয়নি।
আরো পড়ুন: নতুন সুবিধা নিয়ে হাজির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য সুখবর
তবে আপাতত যা জানা যাচ্ছে তা হল, তৈরি হতে চলেছে একটি যৌথ সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়াল্ট ডিজনির মিলিত উদ্যোগে তৈরি হবে এই যৌথ সংস্থা। তবে সংস্থার ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তথা মুকেশ আম্বানির কাছে। আর বাকি ৩৬.৮৪ শতাংশ মালিকানা থাকবে ওয়াল্ট ডিজনির হাতে। মালিকানা যার হাতে বেশি সেই সংস্থার প্রধান হবে এটা খুব স্বাভাবিক নিয়ম। সেই নিয়মে নীতা আম্বানি এই যৌথ সংস্থার মাথায় বসতে চলেছেন এবং ডেপুটি হিসেবে ডিজনির তরফ থেকে যোগদান করবেন উদয় শংকর।
নতুন চুক্তির (Disney Reliance Deal) মাধ্যমে হটস্টার আর জিও সিনেমা চলে আসবে একই ছাতার তলায়। এরপর হয়তো সোনি, জি এন্টারটেইনমেন্টের মতো সংস্থাগুলিকে রীতিমতো চাপের মুখে ফেলে দিতে পারে এই চুক্তি। আইপিএল সম্প্রচারের সত্বা পাওয়া নিয়ে একসময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ওয়াল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে। অনেক তর্ক বিতর্কের পর শেষে ওওয়াল্ট ডিজনিকে টিভি সম্প্রচার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ডিজিটাল স্ক্রিনিং এর অনুমতি দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষকেই তো নিজের দলে নিয়ে নিয়েছে আম্বানি। এখন থেকে আর কোন প্রতিদ্বন্দিতার সুযোগই থাকলো না। বিনোদনের জগতে একটি বড় দিক খুলে গেল এই দুটি সংস্থার জন্য। অন্যান্য সংস্থাগুলি রীতিমতো চাপের মুখে পড়ল।