নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ নেওয়ার সাথে সাথে দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই নাইট কার্ফু থেকে লকডাউন জারি হয়েছে। আর এই নাইট কার্ফু অমান্য করে বিয়ের আসর বসানোর অপরাধে বিয়েবাড়ির বর-কনে সহ পুরোহিত আমন্ত্রিতদের সকলকেই গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি পুরোহিতের মাথায় পরলো থাপ্পর।
জানা গিয়েছে ঘটনাটি ত্রিপুরার। সেখানে করোনা পরিস্থিতির কারণে রাত্রি দশটা থেকে নাইট কার্ফু জারি করা হয়েছে। আর এই নাইট কার্ফু অমান্য করেই রাত্রি দশটার পর পর্যন্ত মাণিক্য কোর্ট এবং গোলাপবাগান নামে দুটি ভবনে বিয়ের আসর চলছিল। বিপুল সংখ্যক লোক ওই বিয়ের আসরে জমায়েত করার খবর পেয়ে জেলা প্রশাসনের জেলাশাসক সহ উচ্চপদস্থ আধিকারিকরা হানা দেয়।
[aaroporuntag]
হানা দিয়েই প্রশ্ন, কি হচ্ছে এখানে? এই আপনার নাম কি? চলুন সবাইকে গ্রেপ্তার করুন। আর এই ঘটনার সময়ে অনেকেই কাতর আকুতি জানালেও কোন কথা শোনা হয়নি প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের কঠোর পদক্ষেপে গ্রেফতার হন বর কনে, কনের দাদা, পুরোহিত এবং বিয়ে বাড়িতে আসা অধিকাংশ আমন্ত্রিতরা।
এর পাশাপাশি জেলাশাসকের তরফ থেকে আরও কড়া পদক্ষেপ হিসাবে ওই এলাকা অর্থাৎ আগরতলা থানার পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। কারণ হিসাবে প্রশ্ন তোলা হয় ওই পুলিশ অফিসারের কাছে খবর ছিল না অথবা তিনি খবর থেকেও কেন এমন পারমিশন দিলেন। পাশাপাশি জেলাশাসক শৈলেশ যাদব ওই দুই অনুষ্ঠান ভবনকে ব্যান করার সিদ্ধান্ত নেন।