নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গেও এবার দ্রুত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পজেটিভ বাড়লো ৯২। আর এই সংখ্যা বাড়ার সাথে সাথে রাজ্যে মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল ১৫৪৮। বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের করোনা সংক্রমণের হালহকিকত নিয়ে যে রিপোর্ট দেয় তা থেকে এমনটাই জানা যায়।
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা রিপোর্ট থেকে জানা গিয়েছে, রাজ্যে সব থেকে বেশি করোনা সংক্রমণ ৬ টি জেলা থেকেই। অন্যদিকে ভালো খবর এটাই যে এখনো পর্যন্ত রাজ্যের ৭ টি জেলাতে কোনরকম সংক্রমণ ধরা পড়েনি। আর বাকি যে ১০টি জেলা রয়েছে সেইসকল জেলাগুলোতে সংক্রমণ ধরা পড়লেও সংখ্যাটা কম।
যে সকল জেলায় এখনো পর্যন্ত কোনো রকম সংক্রমণ ধরা পড়েনি সে সকল জেলাগুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম।
সবথেকে বেশি সংক্রমণ রয়েছে যে সকল জেলায় সেগুলি হল, কলকাতা ৭৮৩, হাওড়া ৩২৪, উত্তর ২৪ পরগনা ২২০, দক্ষিণ ২৪ পরগনা ৫১, হুগলি ৪৯, পূর্ব মেদিনীপুর ৩৯।
এছাড়াও তুলনামূলক কম সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে এমন জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর ১৭, পশ্চিম বর্ধমান ১১, নদিয়া ৮, দার্জিলিং ৭, কালিম্পং ৭, বীরভূম ৬, জলপাইগুড়ি ৪, পূর্ব বর্ধমান ৪, মালদা ৩, মুর্শিদাবাদ ১। আর অন্য রাজ্য ১৪।
অন্যদিকে এখনো পর্যন্ত রাজ্যে মোট ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯+৭২ অর্থাৎ ১৫১ জন। ৭৯ জন কোভিডে মারা যাওয়া ছাড়াও, আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি মারা গেছেন অন্য কারণে, যদিও তাদের শরীরে করোনা সংক্রমণ ছিল।