নিজস্ব প্রতিবেদন : সামনেই দিওয়ালি। আর এই দিওয়ালি উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের নানান ধরনের অফার দিতে শুরু করেছে। অনলাইন বিভিন্ন বিপণনী সংস্থা ইতিমধ্যেই দিওয়ালি অফার হিসাবে বিপুল পরিমাণে ছাড় দেওয়ার ঘোষণা করেছে। সেইরকমই রিলায়েন্সের জিওমার্ট দিচ্ছে সবচেয়ে কম দামে জিনিসপত্র কেনার সুযোগ। শুধু জিওমার্ট নয়, এর পাশাপাশি বিভিন্ন শহরে যে স্মার্টস্টোর রয়েছে সেগুলিতেও অবাক করা ছাড়ে জিনিসপত্র কেনার সুযোগ দেওয়া হচ্ছে।
রিলায়েন্সের তরফ থেকে এমন অফার দেওয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে এবং তা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। হিসাব অনুযায়ী হাতে রয়েছে মাত্র আর চার দিন। এই চার দিনের মধ্যেই বিভিন্ন ধরনের সামগ্রী বিপুল ছাড়ে বাড়িতে নিয়ে আসার সুযোগ দেওয়া হচ্ছে দেশের অন্যতম সংস্থা রিলায়েন্সের তরফ থেকে।
রিলায়েন্সের অনলাইন বিপণনী সংস্থা জিওমার্ট ছাড়াও তাদের যে সকল স্মার্ট বাজার, স্মার্ট সুপারস্টোর এবং স্মার্ট পয়েন্ট সহ মোট ৩০০০-এর বেশি স্মার্ট স্টোর থেকেও গ্রাহকরা এই সেলের সুবিধা পাবেন। রিলায়েন্সের এই সেলে গ্রাহকরা ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। কোন কোন প্রোডাক্টের উপর অফার দেওয়া হচ্ছে?
প্রদীপ, মোমবাতি, গিফট, মিষ্টি, স্ন্যাকস জাতীয় খাবারে, রঙ্গোলি, ড্রাই ফ্রুটস গিফট প্যাক ইত্যাদির ওপর ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে রিলায়েন্সের তরফ থেকে অনলাইন অথবা তাদের স্টোরগুলিতে। এছাড়াও এই দিওয়ালি অফার চলাকালীন বিভিন্ন কসমেটিক্স ইত্যাদির উপরেও Buy one get 1 অফার দেওয়া হচ্ছে। এর ফলে প্রোডাক্টের দাম কমে দাঁড়াচ্ছে অর্ধেক।
এছাড়াও টিভি, স্মার্টওয়াচ, মোবাইল, কম্পিউটার অ্যাকসেসরিজ, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদিতেও ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থা। এর পাশাপাশি জামাকাপড় থেকে শুরু করে চাল, চিনি, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেও বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে।