কৃষক আন্দোলনে দিল্লি সীমান্তে তাক লাগাচ্ছে DJ ট্রাক্টর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের দ্বারা সদ্য পাস করা কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন। তবে এই আন্দোলন এখন দিল্লীতে জোরদার হয়ে উঠেছে। দিল্লির এই কৃষি আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলনে সামিল হয়েছেন হরিয়ানা, পাঞ্জাব ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের কয়েক লক্ষ কৃষক। যে কারণে এই আন্দোলন এখন দেশের, এমনকি দেশের বাইরেরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই কৃষক আন্দোলনে এবার নতুন আকর্ষণ DJ ওয়ালা ট্রাক্টর।

Advertisements

এই কৃষি আন্দোলনে যুক্ত লক্ষ লক্ষ কৃষকরা এখন দিল্লি সীমান্তে আট-দশ দিন ধরে তাঁবু খাটিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশও অনড় কোনভাবেই তাদের দিল্লিতে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর এমত অবস্থায় এইসকল কৃষকদের মনোরঞ্জনের আধার হয়ে দাঁড়িয়েছে এই DJ ওয়ালা ট্রাক্টরটি। এই ট্রাক্টর শুধু মনোরঞ্জন করছে তা নয়, পাশাপাশি প্রতিবাদের সুরেও শামিল হচ্ছে। একদিকে তাতে চলছে গুরবানি, আবার অন্যদিকে পাঞ্জাবি গান এবং স্বদেশী আন্দোলনের গান। আর এর ফলে তাদের আন্দোলন আরও চাঙ্গা হচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

Advertisements

এই DJ ট্রাক্টরটিতে গানের পাশাপাশি রয়েছে নানান ধরনের লাইট। ট্রাক্টরের ইঞ্জিনের নিচ থেকে শুরু করে বসার সিট এবং ছাউনি সব জায়গায় হরেক রকমের লাইট। তবে এই ট্রাক্টর আন্দোলনকারীদের মানসিকভাবে চাঙ্গা করলেও আন্দোলনরত কৃষকরা সকল কৃষকদের কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কৃষকদের আন্দোলন চলাকালীন কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না।

Advertisements

প্রতিটি কৃষককে শান্তিপূর্ণ হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। কেউ কোনো রকম অশান্তির সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষক আন্দোলনে আন্দোলনরত কৃষকরা।

Advertisements