জেলা শাসক থেকে পুলিশ সুপার সবাই চালালেন ‘গুলি’

নিজস্ব প্রতিবেদন : জেলাশাসক, পুলিশ সুপার সবাই চালালেন গুলি! কি এমন হলো যে ইনাদেরকেও বন্দুক হাতে নিয়ে এসব করতে হলো!

আরে বাবাঃ সেরকম কিছুই ঘটেনি। ঘটেছে বলতে ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার থেকে দুই দিনব্যাপী বীরভূমের পুলিশ লাইনের ময়দানে আয়োজিত হলো বীরভূমে জেলা পুলিশ প্রশাসনের ৪২ তম বার্ষিক ক্রীড়া। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছিল বিভিন্ন রকমের প্রতিযোগিতা, যার মধ্যে অন্যতম ছিল এয়ারগান দিয়ে নিশানা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বীরভূমের জেলা পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, বীরভূম জেলা পরিষদের সহকারি সভাধিপতি নন্দেশ্বর মন্ডল সহ এসডিও এবং অন্যান্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

এয়ারগান দিয়ে নিশানা করা হচ্ছিল সামনে থাকা একটি কালারবার বোর্ডে, সেখানে ছিল বিভিন্ন কালার বার সংখ্যা। তবে পুলিশ প্রশাসন নিজেদের নিশানা করার সময় নিজেদের মধ্যেই হাসিঠাট্টা ও তামাশা মজলেন, প্রতিযোগিতা হয়ে উঠেছিল রোমাঞ্চকর। আর এই প্রতিযোগিতায় পুলিশ প্রশাসন থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা প্রত্যেকেই নিশানায় ভালো ভালো স্কোর পুড়লেন নিজেদের ঝুলিতে।