উদ্বোধনে স্টিয়ারিং ধরলেন বিধায়ক, সামলাতে না পেরে খালে পড়ল বাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যে কোন কিছুর উদ্বোধনেই জনপ্রতিনিধিদের ডাক পড়ে। সেই ডাকে হাজির হতে দেখা যায় বিধায়ক (MLA) থেকে সাংসদদের (MP)। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে সেই সকল বিধায়ক এবং সাংসদদের নিজেদের কেরামতিও দেখাতে দেখা যায়। তবে এবার এইরকম একটি ঘটনায় রীতিমতো বিপত্তি বাঁধলো।

Advertisements

সম্প্রতি নিজের বিধানসভা এলাকায় একটি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ডিএমকে বিধায়ক সিভিএমপি এজিলাসরন (DMK Kanchipuram MLA CVMP Ezhilarasan)। বুধবার ঘটা করে সেই বাসের উদ্বোধনের (Bus inauguration) পাশাপাশি তিনি নিজেই বাসের স্টিয়ারিং ধরেন। বাসের উদ্বোধনের পাশাপাশি বাস চালানোর ইচ্ছা প্রকাশ দেখে কেউ তাকে আটকাননি। তবে নতুন বাসের উদ্বোধনে এইরকম ঘটনা ঘটবে তা কেউ ভেবে উঠতে পারেননি।

Advertisements

সিভিএমপি এজিলাসরন যখন বাসের স্টিয়ারিং ধরেন তখন সেই বাসের মধ্যে চড়ে বসেন তার দলের বেশ কয়েকজন কর্মী এবং গ্রামবাসীদের একাংশ। বিধায়ক ধীরে ধীরে বাস চালানো শুরু করলেন আর সেই বাস গ্রামের রাস্তা দিয়ে দিব্যি এগিয়ে যাচ্ছিল। কিন্তু গোল বাঁধে একটি বাঁক এসে যাওয়ায়। যে বাঁকটি ঠিক মত ঘুরাতে পারেননি তিনি।

Advertisements

বাঁক ঠিকমত কাটাতে না পারার ফলে বাসের চাকা ঢুকে যায় খালে। সঙ্গে সঙ্গে কাত হয়ে যায় বাসটি। এমন ঘটনার পরেই রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি বাসের চালকের আসনে বসে থাকা বিধায়ককে উদ্ধারের জন্য ছোটাছুটি শুরু করেন দলীয় কর্মী সমর্থকরা।

বুধবার বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কাঞ্চিপুরমে। তবে এমন ঘটনায় কেউ হতাহত হননি এবং স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী সমর্থকদের সহযোগিতায় নিরাপদেই বাস থেকে নামতে সক্ষম হন ডিএমকে বিধায়ক সিভিএমপি এজিলাসরন। এমন ঘটনার পর ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়।

Advertisements