Darjeeling Tour Plan: পকেটে ৬০০০ থাকলেই হেসেখেলে ঘুরে আসা যাবে দার্জিলিং! শুধু প্ল্যান করতে হবে এইভাবে

Do Darjeeling Tour Plan for just 6000 rupees: ভ্রমণপ্রেমীদের ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা হল দার্জিলিং। তবে কেউ সমুদ্র ভালবাসে, কেউ অরণ্য তো কেউ আবার পাহাড়। তবে এক্ষেত্রে বেশিরভাগ ভ্রমণপ্রেমীদেরই দার্জিলিং (Darjeeling Tour Plan) হল ভালোবাসার জায়গা। কিন্তু অধিক পরিমাণ খরচের ফলে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারে না। স্বপ্ন থেকে পিছপা হন। তবে আর স্বপ্ন পূরণে ব্যর্থতা নয়। অধিক পরিমাণ নয়, মাত্র ৬০০০ টাকা থাকলেই আনন্দে হেসেখেলে কাটিয়ে আসতে পারবেন দার্জিলিং। তবে তার জন্য করতে হবে সঠিক পরিকল্পনা। জানতে হবে পকেট ফ্রেন্ডলি থাকা-খাওয়ার জায়গা। আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

আর কিছুদিনের মধ্যেই পড়বে গ্রীষ্মের ছুটি। এখন থেকেই অনেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান (Darjeeling Tour Plan) করছেন। তবে এইভাবে যদি প্ল্যান করেন তাহলে অনেক টাকা বাঁচাতে পারবেন। সাশ্রয়ী মূল্যে দার্জিলিং ট্যুর করতে হলে আগে দল করতে হবে। মূলত গ্রুপ বা দল হিসেবে ঘুরতে গেলে খরচ অনেকটাই কম হয়। এক্ষেত্রে গ্রুপে ৪ জন বা ৭ থেকে ৮ জন থাকলে পুরো খরচ ভাগাভাগি হওয়ার ফলে মনের আনন্দে দার্জিলিং থেকে ঘুরে আসা যায়। আসুন সেই ভ্রমণের প্ল্যান জেনে নেওয়া যাক।

যাওয়ার প্ল্যান

সড়ক পথ বা রেলপথ উভয় পথেই দার্জিলিং ভ্রমণ করা যায়। তবে এক্ষেত্রে রেলপথে যেতে গেলে নর্থ বেঙ্গলগামী যেকোন ট্রেনের টিকিট কাটতে হয়। যা বেশ খরচ সাপেক্ষ। ফলেই যাওয়ার খরচ কম করতে কেউ চাইলে বাসে করে যেতে পারেন। এক্ষেত্রে ধর্মতলা থেকে নিউ জলপাইগুড়ির সেমি স্লিপার ভলভো বাসের টিকিট করতে হবে। কারণ স্লিপার ভলভো বাসের খরচ একটু বেশি। এরপর নিউ জলপাইগুড়ি পৌঁছে শেয়ার গাড়ি করে সহজে দার্জিলিং পৌঁছাতে পারবেন। তবে বাজেট বেশি থাকলে শিলিগুড়ি থেকে টয়ট্রেনের যাত্রা উপভোগ করতে করতে দার্জিলিং পৌঁছতে পারেন।

আরও পড়ুন 👉 IRCTC Nepal Tour: থাকা, খাওয়ার চিন্তা নেই! খরচও লাগবে নামমাত্র, IRCTC দিচ্ছে নেপাল দুর্দান্ত সুযোগ

থাকার প্ল্যান

বাজেটে সমস্যা না থাকলে দার্জিলিং পৌঁছে ম্যালের উপরে হোটেল ভাড়া নিতে পারেন। তবে বাজেট কম থাকলে আস্তাবলের পাশের রাস্তাতে কম বাজেটে রুম বুক করতে পারেন। দিন প্রতি হোটেলের খরচ মাত্র ৭০০ থেকে ১০০০ টাকা। এখানে একটি ঘরে তিন জন ব্যক্তি ভালো ভাবে থাকতে পারবেন। এছাড়াও কম বাজেটে ঘর ভাড়া পাওয়া যাবে ঘড়িঘরের উল্টো দিকের গলিতে অথবা মহাকাল মন্দিরের নিচের রাস্তাতে।

খাওয়া-দাওয়ার প্লান

দার্জিলিঙে খাওয়া-দাওয়ার বেশ কিছু জায়গা হল ক্যাভেন্টার্স, কুঙ্গা। তবে যদি তিব্বতী বা চাইনিজ খাবার খেতে চান তাহলে পৌঁছতে হবে কুঙ্গাতে। এখানকার খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। তবে শেয়ার করে খেলে খরচে পুষিয়ে যাবে। এছাড়াও ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করা যেতে পারে। তবে এখানকার অন্যান্য খাবারের তুলনায় স্পেশাল খাবারের দাম একটু বেশি। তবে তা দু-তিনজন মিলে শেয়ার করে খেতে পারেন। পাশাপাশি লোকাল বেকারির কেক, দার্জিলিংয়ের (Darjeeling Tour Plan) কফি হাউজ বা গ্লেনেরিজওতে খাওয়া যেতে পারে।