eKYC For Ration Card: বাতিল হচ্ছে একের পর এক রেশন কার্ড! আপনারটা বাঁচাতে হলে করে ফেলুন এই ছোট্ট কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do eKYC today to keep your ration card active: মোবাইলে একটি মেসেজ এসেছে রেশন কার্ড বাতিল হওয়ার ব্যাপারে। মোবাইলে এমন খবর পাওয়ায় অনেকেই চিন্তায় পড়ে গেছেন। রেশন কার্ড আমাদের বর্তমান জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু খাদ্য সংক্রান্ত বিষয়ের জন্য নয়, দৈনন্দিন জীবনের নানা কাজে ব্যবহৃত হয় এই রেশন কার্ডটি। আমাদের গুরুত্বপূর্ণ পরিচয় পত্র গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে রেশন কার্ড। রেশন কার্ড নিয়ে হঠাৎ কিছু সমস্যা (eKYC For Ration Card) তৈরি হয়েছে। বেশ কিছু রেশন কার্ড বাতিল হয়ে যেতে চলেছে। এমনই তথ্য পাওয়া গেছে মোবাইল মেসেজের মাধ্যমে।

Advertisements

রেশন কার্ডগুলো বাতিল হওয়ার পিছনে কারণ হিসেবে দেখানো হয়েছে কেওয়াইসি (eKYC For Ration Card) প্রবলেম। সঠিকভাবে কেওয়াইসি করা না থাকলে রেশন কার্ড ব্লক বা বাতিল হতে পারে। উপযুক্ত নথিপত্র জমা দিতে পারলেই পুনরায় আবার ওই কার্ডগুলি আনব্লক বা বৈধ হিসেবে বিচার করা হবে। আপনার রেশন কার্ডের কেওয়াইসি সর্বদা আপডেট রাখার চেষ্টা করুন। কিন্তু কেওয়াইসি আপডেট করার জন্য কোন প্রকার লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই খুব সহজে কেওয়াইসি আপডেট করাতে পারবেন।

Advertisements

কেওয়াইসি সঠিকভাবে আপডেট না থাকার কারণে ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছেন খাদ্য মন্ত্রী রথিন ঘোষ। আপনি চাইলে ঘরে বসে অনলাইনে আপনার রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় কেওয়াইসি (eKYC For Ration Card) করাতে পারেন। ঘরে বসে করতে চাইলে এই পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। অনলাইনে ফুড ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে। লিংকটির নাম ওয়েস্ট বেঙ্গল ডট গভর্মেন্ট ডট ইন এই এই লিংকটি থেকে আপনি আপনার কেওয়াইসি (eKYC For Ration Card) আপডেট করাতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Ration: চাল, গম অতীত! এবার বিনামূল্যে মিলবে ৯টি সামগ্রী, রেশনে খাবারের তালিকায় বড় চমক

প্রতিবেদনে উল্লেখিত লিংকটিতে ক্লিক করলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি পাওয়া যাবে। ওয়েবসাইটে রেশন কার্ডের জন্য আলাদা একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে ঢুকে চেক ইওর রেশন কার্ড স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি নির্ধারণ করে সঠিক ক্যাপচা বসাতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করলে যদি আপনার রেশন কার্ডটিকে অ্যাকটিভ দেখায়, তাহলে আপনার চিন্তার কোন কারণ নেই। আপনি প্রতি মাসে রেশন দোকান থেকে রেশন তোলার যোগ্য আপনি। কিন্তু যদি স্ট্যাটাসে ডিঅ্যাক্টিভেট লেখা থাকে তাহলে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক (eKYC For Ration Card) করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।

নির্দিষ্ট ওয়েবসাইটে ই-কেওয়াইসি (eKYC For Ration Card) বলে একটি অপশন রয়েছে রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করাতে চাইলে সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলবে সেখানে লিঙ্ক আধার উইথ ডিএক্টিভেটেড অর নিউলি কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। যে পেজটি খুলবে সেখানে আবারো রেশন কার্ড নম্বর অর ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ করলে আধার এন্ড মোবাইল নম্বর বলে একটি অপশন আসবে ওই অপশনটিতে ক্লিক করলে মোবাইল ফোনে একটি ওটিপি জেনারেট হবে ওটিপিটি নির্দিষ্ট বাক্সে বসিয়ে সাবমিট করতে হবে। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করে নতুন করে আবারো সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন তারপর ভেরিফাই সাবমিট অপশনে ক্লিক করুন ব্যাস তাহলেই আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Advertisements