Don’t do these 5 mistakes to make profit in SIP: বর্তমানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান প্রত্যেকটা মানুষ। তাই ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস সব জায়গাতেই অর্থ সঞ্চয় এর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এই তালিকা থেকে বাদ নেই এসআইপিও। আধুনিক ভাষায় বলা যেতে পারে, বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে এসআইপি রয়েছে ট্রেন্ডিং। জানরে আশ্চর্য হবেন যে গত মাসে এসআইপি-তে (SIP) বিনিয়োগ নতুন রেকর্ড করেছে। যত দিন যাচ্ছে বিনিয়োগের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি মাসের বিনিয়োগের থেকে গত মাসের বিনিয়োগ অনেকাংশের বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরাও SIP- র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে দারুণ আশা প্রকাশ করছেন। আপনিও কি এসআইপিতে অর্থ বিনিয়োগ করার পক্ষপাতি? কিন্তু কিছু বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
এসআইপি-তে (SIP) অর্থ বিনিয়োগ করার মধ্যে কোনরকম দোষ নেই কিন্তু একটা কথা সর্বদা আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন খাতে বিনিয়োগের আগে সেই বিষয়ে রিসার্চ করে নেওয়া অত্যন্ত জরুরি। আপনি চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। উপযুক্ত পরামর্শ এবং অভিজ্ঞতা না থাকলে বিপদে পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বিনিয়োগকারীরা সময়ে সময়ে এসআইপি বন্ধ করে রাখে। আবার কখনও বিনিয়োগ শুরু করেন। এটি কখনোই উচিত না তাতে আপনি এসআইপির কোন লাভ চোখে দেখতে পারবেন না। পাশাপাশি লোকসানের মুখেও পড়তে হতে পারে।
আপনি কি আপনার উপার্জিত অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পক্ষপাতি তাহলে কিন্তু অবশ্যই মাথা খাটিয়ে এই খাটে ভিডিও করতে হবে। কখনোই আপনাদের রিটার্ন দেখেই SIP -তে বিনিয়োগ করা উচিত নয়। বহু ক্ষেত্রে দেখা গেছে যে ভালো রিটার্ন দেয় এমন SIP এর রিটার্নও নেগেটিভ হয়ে যায়। SIP অ্যাকাউন্টের সংখ্যা ফেব্রুয়ারিতে ৮২০.১৭ লাখে পৌঁছেছে। এই খাতে (SIP) বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীরা কয়েকটি বিষয়ে একটি লক্ষ্য করে দেখবেন।
আরও পড়ুন ? Tata Motors Stocks: বিনিয়োগ না করে অনেকে পস্তাচ্ছেন! TATA-দের এই শেয়ার একবছরেই দিয়েছে ডবল রিটার্ন
এমন অনেক ব্যক্তি আছেন নিজের সমস্ত সঞ্চিত অর্থ এসআইপিতে (SIP) বিনিয়োগ করে দেন। এটা করা মোটেই কোন বুদ্ধিমানের কাজ নয়। SIP -তে বিনিয়োগ করতে হলে, বেশ কয়েকটি সেক্টরের বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করতে হবে। এর ফলে যদি কোন ক্ষেত্রে আপনি ধাক্কা পান তাহলে তা মারাত্মক আকার ধারণ করবে না। এসআইপিতে ভিডিও করতে পারেন কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। কথা খুব কম অর্থ বিনিয়োগ করলেও লাভের অংশ চোখে দেখতে পারবেন না। আবার বেশি টাকা বিনিয়োগ করলে ঝুঁকি নেওয়ার নেতিবাচক দিক থেকেই যায়।
তাহলে এসআইপিতে বিনিয়োগ করার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো বেশি মাথায় রাখতে হবে আসুন চটজলদি একটু দেখে নিই। যদি কোনও ব্যক্তি প্রথমবার এসআইপি -তে বিনিয়োগ শুরু করতে চান, সেক্ষেত্রে একটি ব্রোকারেজ অ্যাপ বেছে নিতে হবে। আজকাল বাজারে বহু বিশ্বাসযোগ্য অ্যাপ রয়েছে তার মধ্যে কয়েকটি হলো গ্রো, জেরোধা ইত্যাদি। যে কোনও অ্যাপের মাধ্যমে বিনিয়োগ শুরু করতে পারেন।