IT Rules: মিলবে না রিফান্ডের টাকা! ইনকাম ট্যাক্সের এই ৫ নিয়মের বদল না জানলে ভোগান্তি

Prosun Kanti Das

Published on:

If you don’t know these 5 rules of IT return rules, you will have to suffer: সরকারি নিয়ম অনুযায়ী প্রতি অর্থবর্ষইর জুন-জুলাই মাসে আইটিআর ফাইল করতে হয় আয়কর দাতাদের। সেইমতো ২০২৪-এর অর্থবর্ষে ৩১শে জুলাই ইনকাম ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ। তবে CBDT তরফে আয়কর সংক্রান্ত বিষয়ে ৫ নিয়ম (IT Rules) পরিবর্তন করা হয়েছে। যে নিয়ম না জেনে ITR ফাইল করলে সমস্যা হতে পারে রিফান্ডের টাকা পেতে। তাই ইনকাম ট্যাক্স জমা দেওয়ার আগে জেনে নিন ITR-এর কোন ৫ নিয়মে বদল এসেছে।

৭ লাখে ট্যাক্স ছাড়

ইনকাম ট্যাক্সের নতুন নিয়মে শূন্য ট্যাক্স সীমা আরোপ করা হয়েছে ৭ লাখ টাকা পর্যন্ত। তবে এই নতুন কর (IT Rules) ব্যবস্থা ডিফল্ট রূপে থাকবে। পাশাপাশি পুরনো কর ব্যবস্থাও চালু থাকবে। তবে ৭ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে নতুন কর ব্যবস্থাতেই। তবে নতুন কর ব্যবস্থার পাশাপাশি কেউ চাইলে পুরনো কর ব্যবস্থা নিয়মেও ইনকাম ট্যাক্স জমা করতে পারেন।

হোম লোনে ট্যাক্স ছাড়

আয়কর সংক্রান্ত নয়া নিয়মে হোম লোনে কর ছাড়ের সুবিধা আনা হয়েছে। যা আয়কর দাতাদের জন্য বিশেষ স্বস্তি দেবে। অর্থাৎ কোনো আয়কর দাতা যদি হোম লোনের মাধ্যমে বাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে 80EEA-এর আওতায় সেই ব্যক্তি কর ছাড়ের দাবি করতে পারেন। তবে হোম লোনে এই কর ছাড়ের সীমা হল ২ লাখ টাকা পর্যন্ত। মূলত যারা হোম লোন নিয়ে থাকেন তাদের এমনিতেই প্রতিমাসে EMI-এর চাপ থাকে। সেক্ষেত্রে এই কর ছাড় পেলে অনেকটাই সুবিধা হবে। তবে এই হোম লোনের কর ছাড় সুবিধা পেতে গেলে পুরনো কর ব্যবস্থায় আইটিআর ফাইল করতে হবে।

কর ছাড়ের সুবিধা

চলতি অর্থবর্ষে ITR ফাইল করার আগে অবশ্যই জেনে নিন কোন কর ব্যবস্থায় কর ছাড়ের সুবিধা রয়েছে। নতুন কর ব্যবস্থায় ৭ লাখ টাকার উপরে শূন্য কর সীমা আরোপ করা হলেও সেখানে কর ছাড়ের সুবিধা কম। অপরদিকে যেখানে পুরনো কর ব্যবস্থায় আয়কর দাতারা বিভিন্ন কর ছাড়ের সুবিধা পাওয়া পেয়ে থাকে। তাই কর ছাড়ের সুবিধা উপভোগ করতে চাইলে অবশ্যই পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়া উচিত।

আরও পড়ুন 👉 Benefits of ITR Filing: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের ৫ লাভ! উল্টো বুঝে উল্টো কাজ করেন অনেকেই

ট্যাক্স ছাড় অতি প্রবীণ নাগরিকদের

আয়করের নয়া নিয়মে আয়কর দেওয়ার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অতি প্রবীণ নাগরিক অর্থাৎ ৭৫ বছর বয়সী নাগরিকদের। যেসব প্রবীণ নাগরিকদের আয় পেনশন এবং সুদ থেকে তাদের এই কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তবে আয়কর থেকে অব্যাহতি দেওয়া হলেও ব্যাঙ্ক থেকে ব্যক্তির পেনশন ও সুদের টাকা থেকে TDS কেটে নেওয়া হবে।

৫০,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন

ইনকাম ট্যাক্স ফাইল করার সময় আয়কর দাতারা বিভিন্ন কর ছাড়ের দাবি জানাতে পারেন। এক্ষেত্রে আয়করের নয়া নিয়মে (IT Rules) চালু করা হয়েছে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন। যা বেতনভোগী শ্রেণীর জন্য বিশেষ শাস্তি। বেতনভোগী শ্রেণী এবং পেনশনভোগী শ্রেণীদের জন্য চালু করা হয়েছে ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন।