Train Confirmed Ticket: আপনি পান না, অথচ দালালরা কয়েক মিনিটেই পেয়ে যায় কনফার্মড টিকিট! কেসটা কী!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে অধিকাংশ মানুষদেরই কোথাও যাওয়ার জন্য ট্রেনের উপরই ভরসা করতে দেখা যায়। দিন দিন ট্রেনের উপর বিপুলসংখ্যক মানুষের ভরসা বৃদ্ধি পাওয়ার ফলে টিকিট নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। কেননা যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলেও ট্রেনের সংখ্যা তালে তাল মিলিয়ে বৃদ্ধি পায়নি। যে কারণে কোথাও যেতে হলে দু-তিন মাস আগে থেকে টিকিট বুকিং করে রাখতে হয় কনফার্মড টিকিটের (Train Confirmed Ticket) জন্য।

Advertisements

যদিও ভারতীয় রেল (Indian Railways) এখন আপাতকালীন পরিস্থিতিতে ট্রেনের কনফার্মড টিকিট দেওয়ার জন্য তৎকাল, প্রিমিয়াম তৎকাল সহ বিভিন্ন ব্যবস্থা এনেছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েও কনফার্মড টিকিট পান না, অথচ সেই রুটের সেই ট্রেনেরই কনফার্মড টিকিট একজন দালাল কয়েক মিনিটেই দিয়ে দিচ্ছেন। প্রশ্ন হল এমনটা কিভাবে সম্ভব!

Advertisements

কোন রুটে কনফার্মড টিকিট না পাওয়া গেলে সেই একই রুটের কনফার্মড টিকিট অনেকেই রয়েছেন যারা দালালদের থেকে সংগ্রহ করে থাকেন। আপাতকালীন পরিস্থিতিতে এই ধরনের টিকিট দালালদের কাছ থেকে দ্বিগুণ, তিনগুন টাকা দিয়ে নিতে হয় যাত্রীদের। আর দালালরা রুটের চাহিদা অনুযায়ী আগে থেকেই টিকিট বুকিং করে রাখেন। পড়ে সেই টিকিট বিক্রি করে তারা ফায়দা পান।

Advertisements

এমনিতে অনলাইন টিকিটের ক্ষেত্রে যখন টিটিই ট্রেনের মধ্যে চেকিংয়ে ওঠেন তখন নাম জানতে চাওয়ার পাশাপাশি আইডি কার্ড দেখতে চান। কিন্তু রিজার্ভেশন কাউন্টার থেকে বুকিং করা টিকিটের ক্ষেত্রে এত কড়াকড়ি থাকে না। কেননা রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট বুকিং করার সময়ই বেশ কয়েকটি ধাপ পার করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়েই দালালরা কয়েক মিনিটেই যাত্রীদের হাতে কনফার্মড টিকিট ধরিয়ে দিতে পারেন।

আরও পড়ুন ? RAC Ticket Cancel Charge Withdrawal: টিকিট বাতিলের নিয়মে বদল! এবার অনেকটাই টাকা বেঁচে যাবে রেল যাত্রীদের

এক্ষেত্রে দালালরা টিকিট কাউন্টার থেকে আগাম অন্যজনের নামে টিকিট বুক করে রাখেন। তারপর যখন অন্য কেউ টিকিট নিতে যান তখন তার হাতে টিকিট ধরিয়ে দেন এবং বলা হয়, টিটিই এলে নিজের নাম না বলে যে নামে টিকিট বুক করা সেই নাম বলতে। এরপর টিটিই যখন ট্রেনে টিকিট চেকিংয়ে আসেন তখন ওই যাত্রী বুক করা ব্যক্তির নাম বলে ছাড় পেয়ে যান। কিন্তু যদি কোন কারণবশত নাম না মেলে তাহলে সমস্যায় পড়তে হয়।

রেলের কাছে এই ধরনের ঘটনার অনেক অভিযোগ হামেশাই জমা করতে দেখা যায়। যে কারণে রেলের তরফ থেকে এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য বিভিন্ন সময় অভিযানও চালানো হয় ও দালালদের ধরপাকড় করা হয়। এছাড়াও এখন এই ধরনের ঘটনায় লাগাম টানার জন্য টিকিট কাউন্টার থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেও অনেক সময় যাত্রীদের থেকে আইডি প্রুফ দেখা হয়ে থাকে।

Advertisements