Second Largest City: রাজ্যের বৃহত্তম শহর কলকাতা, তবে দ্বিতীয় কোনটি? আপনার হাতের কাছেই রয়েছে ওই শহর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do you know about the second-largest city in the state: ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ (West Bengal)। এই রাজ্যের বিভিন্ন শহর সারা দেশ জুড়ে নানা কারণের জন্য বিখ্যাত। কলকাতাকে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী এবং সর্ববৃহৎ শহর হিসাবেই জেনে এসেছি। কিন্তু তালিকার দ্বিতীয় স্থানে (Second Largest City) কার নাম রয়েছে সে বিষয়ে আদৌ কি কারোর ধারণা রয়েছে? না থাকলে এই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন তাহলে স্বচ্ছ ধারণা হয়ে যাবে এই বিষয়টি সম্পর্কে।

Advertisements

তিলোত্তমা নগরী কলকাতা সকলের কাছেই অত্যন্ত প্রিয়। এটি একটি মেট্রোপলিটন সিটি এবং রাজ্যের মধ্যে অন্যতম বৃহত্তম শহর। এটি বাদেও এই রাজ্যে আরও অনেক জায়গা রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের মানুষ এক কথাতেই কলকাতা শহরকে চেনে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি সে বিষয়ে বোধহয় কারোরই সঠিক কোন ধারনা নেই। আদৌ কি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের খোঁজ রাখেন আপনারা (Second Largest City)?

Advertisements

এই প্রতিবেদনেই আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ এর বৃহত্তম শহর কোনটি? কলকাতার পর কোন শহর রয়েছে দ্বিতীয় স্থানে? আপনাদের খুবই পরিচিত শহর এটি। জনসংখ্যা নিরিখে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হল আসানসোল। আসানসোল যথেষ্ট বড় এবং জনপ্রিয় একটি শহর। শিল্পের দিক থেকেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল এবং পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হল আসানসোল (Second Largest City)। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার নগর ও পৌরনিগমাধীন অঞ্চল আসানসোল।

Advertisements

আরও পড়ুন ? Top 10 Richest List: ছেলের বিয়েতে হাজার হাজার কোটি খরচ আম্বানির! এদিকে নেই সেরা দশের তালিকায়

এবার আসা যাক এই শহরের নামকরণ করা হয়েছে কোথা থেকে? আসলে আসানসোল (Second Largest City) নাম দিয়ে এসেছে একটি সাঁওতালি ভাষা থেকে। আসান শব্দের অর্থ হলো বড় গাছ এবং সোল কথার অর্থ হলো যোগ্য ভূমি। এই দেশে যখন ২০১১ সালে জনগণনা হয়েছিল তখন ১২ লাখের বেশি জনসংখ্যা ছিল আসানসোলে। তাদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ এবং নারী ৪৭ শতাংশ। এই শহরাঞ্চলের সাক্ষরতার হার হল ৭৩ শতাংশ।

এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯ শতাংশ এবং নারীদের মধ্যে সাক্ষরতার হার হল ৬৬ শতাংশ। যেখানে সারা দেশজুড়ে সাক্ষরতার হার হল ৫৯.৫ শতাংশ। এই অঞ্চলের সাক্ষরতার হার অনেকটাই বেশি। যা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আসানসোল শহরে বৃহত্তম রেলস্টেশন আসানসোল জংশন অত্যন্ত ব্যস্ততম একটি রেলস্টেশন। এই স্টেশন থেকে বহু জায়গার ট্রেন চলাচল করে।

Advertisements