Assets of Raj Chakraborty: শুভশ্রীর বর রাজ কত টাকার মালিক! বিদ্যের দৌড় কতদূর!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do you know the assets of Subhashree’s husband Raj Chakraborty: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত ও সফল পরিচালক রাজ চক্রবর্তী (Assets of Raj Chakraborty)। ২০০৮ সাল থেকে টলিউডকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে “প্রলয়”, “পরিণিতা”, “বোঝেনা সে বোঝেনা”, “ধর্মযুদ্ধ”, “দুই পৃথিবী”র মতন একাধিক হিট ছবি। এখনো পর্যন্ত পাঁচবার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত করা হয়েছে তাঁকে। পরিচালক হিসাবে তার প্রথম ছবি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত “চিরদিনই তুমি যে আমার”। এই চলচ্চিত্রটির মধ্যে দিয়ে নবাগাতা অভিনেতা অভিনেত্রী রাহুল ও প্রিয়াঙ্কার জুটি এখনো মানুষের মনে দাগ কেটে রয়েছে।

Advertisements

রাজ চক্রবর্তী (Assets of Raj Chakraborty) কিন্তু রাতারাতি টলিপাড়ায় নিজের জায়গা করে নিতে পারেনি। অনেক কষ্ট করে তাকে এই জায়গা তৈরি করতে হয়েছে। বেশ কিছু ইন্টারভিউতে তিনি তাঁর কর্মজীবনের শুরুর দিককার অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করেছেন। কখনো বা চোখে জল নিয়ে, কখনো বা হাসির আড়ালে তা লুকিয়ে ফেলে। কখনো জুনিয়ার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন, কখনো বা সেটে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কোনো কাজ না পেয়ে ফিরে এসেছেন। এইভাবেই একটু একটু করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি।

Advertisements

সম্প্রতি তিনি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি রাজনীতির মাটিতেও পা রেখেছেন। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 9000 ভোটে জয়লাভ করে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। সাধারণ মানুষের সেবা করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতকেও প্রভাবিত করে চলেছেন তিনি নিজের কাজের মধ্যে দিয়ে। তিনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণ করতে না করতেই বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

Advertisements

আরও পড়ুন ? Dilip Ghosh Education Qualification: দিলীপ ঘোষের ঠোঁটকাঁটা মন্তব্য মানেই বিতর্ক! কতদূর পড়াশুনা করেছেন এই বিজেপি নেতা

জানতে চান, এই পরিচালকের সম্পত্তির মোট পরিমাণ কত? ২০২১ সালে বিধানসভা ভোটের আগে নিজের সম্পত্তির হলফনামা জমা দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেই তথ্য অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত রাজ চক্রবর্তীর (Assets of Raj Chakraborty) সম্পত্তির পরিমাণ ছিল ১৩,৩০,০২,৩৮৩ টাকা। ২০২৪ সালে এসে সেই সম্পত্তির পরিমাণ যে আরো অনেকটাই বেড়ে গেছে তা আলাদা করে বলে দেবার প্রয়োজন পড়ে না।

বর্তমানে এই পরিচালক ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি “বাবলি”র শুটিং নিয়ে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাজ চক্রবর্তীর বর্তমান স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও আবির চট্টোপাধ্যায়কে। “বাবলি”র শুটিং সংক্রান্ত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শেয়ার করে নিলেও চলচ্চিত্রটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য এখনো জানাননি পরিচালক।

Advertisements