নিজস্ব প্রতিবেদন : সরকারি হোক অথবা বেসরকারি, চাকরির ক্ষেত্রে পরীক্ষা মানেই সাধারণ জ্ঞান থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন ধরনের প্রশ্ন ও তাদের উত্তর জানতে হয়। কারণ এই সকল প্রশ্ন এবং তাদের উত্তর না জানলে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে আসতে হবে। সম্প্রতি সেইরকমই বেশ কিছু প্রশ্ন ও উত্তর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে এবং তা নিয়ে রীতিমতো মজে থাকতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার নাগরিকদের।
সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3) সফলতা অর্জন করার পর এবার সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে আধিক্য এল১ (Aditya L1)। সূর্যের উদ্দেশ্যে এই মহাকাশযান রওনা দেওয়ার পর সূর্য নিয়েও মানুষের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে কৌতূহল। সেই সকল কৌতূহলের মধ্যেই একটি কৌতূহল হল, সূর্য (The Sun) সবাইকে শক্তি দেয় অর্থাৎ সূর্য সকল শক্তির উৎস হলেও সে নিজে কোথায় থেকে শক্তি পায়? এই প্রশ্নের উত্তর আজ এই প্রতিবেদনে দেওয়া হবে।
১) ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম নোট বন্দি করেছিলেন?
উত্তর : মোরারজি দেশাই।
২) কোন শহরকে ভারতের শহর বলা হয়?
উত্তর : রাজস্থানের উদয়পুর।
৩) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর : নেতাজি সুভাষচন্দ্র বসু।
৪) কেবল জম্মু-কাশ্মীরের উপর দিয়ে বয়ে গেছে কোন নদী?
উত্তর : সিন্ধু।
৫) কোন রাজ্যের রাজ্য পশু হলো উট?
উত্তর : রাজস্থান।
৬) মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কতগুলি প্রদেশ রয়েছে?
উত্তর : ৫০ টি।
৭) ঝাড়খণ্ডের রাজ্য পাখি কি?
উত্তর : কোয়েল।
৮) মোবাইল কথাটির বাংলা অর্থ কি?
উত্তর : ভ্রাম্যমাণ।
৯) ভারতের সবচেয়ে সুন্দর রেল স্টেশন কোনটি?
উত্তর : ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশন।
১০) কোন পাখি সিংহকেও শিকার করতে পারে?
উত্তর : উটপাখি।
১১) কোন গ্রহকে রাতের বেলায় লাল দেখায়?
উত্তর : মঙ্গল।
১২) ভারতের সবচেয়ে লম্বা সড়ক সুরঙ্গ কোথায় রয়েছে?
উত্তর : জম্মু-কাশ্মীরে।
১৩) একবার মিস ওয়ার্ল্ড হলে কত টাকা পাওয়া যায়?
উত্তর : ১০ কোটি টাকা
১৪) ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী রয়েছে?
উত্তর : জম্মু-কাশ্মীর। এখানে গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর আর শীতকালীন হলো জম্মু।
১৫) সকল শক্তির উৎস সূর্য, কিন্তু নিজের শক্তি কোথায় থেকে পায়?
উত্তর : সূর্য এমন একটি নক্ষত্র যে নিজের শক্তির উৎস নিজেই।