নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজো মিটতে না মিটতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন (Ration) দুর্নীতি মামলায় তাকে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি। তার গ্রেপ্তার হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তৃণমূলের এই মন্ত্রীর কত সম্পত্তি রয়েছে? কত টাকা কামিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক?
২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লক্ষ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লক্ষ ২১ হাজার ৯১০ টাকা।
জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লক্ষ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। এক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লক্ষ ১১ হাজার ৬৫৫ টাকা।
এখন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির কথা ধরা যায় তাহলে বলতে হয়, তিনি ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকার মালিক তারা দুজনে। এই বিপুল পরিমাণ সম্পত্তিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের সেভিংস, সোনা, রুপোর অলংকার গাড়ি ইত্যাদি। দুজনের নামে কোনরকম লোন নেই। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায়ই ৪ লক্ষ ৫ হাজার টাকার।
সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার স্ত্রী সম্পর্কে এই যে সম্পত্তির হিসেব পাওয়া যায় তা জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই ইলেকশন কমিশনের হাতে তুলে দিয়েছিলেন ২০২১ সালে। যে সময় তিনি হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে বিরোধীরা বারবার রেশন দুর্নীতি মামলায় কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলছেন। এখন ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রীর ভাড়ার থেকে নতুন কি তথ্য বের হয় সেটাই এখন দেখার।