Pan কার্ডের ১০ ডিজিটেই লুকিয়ে রয়েছে দারুণ সব রহস্য! ৯৯% মানুষই জানেন না

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ড (Pan Card) হল ভারতের প্রতিটি নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। গুরুত্বপূর্ণ এই নথিটি না থাকলে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ হয় না। আবার আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ ছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সুবিধা পেতেও অসুবিধা সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে প্যান কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ নথি হিসাবেই পরিণত হয়েছে।

অন্যদিকে প্যান কার্ড কত কয়েক মাস যাবত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এমন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার মূলে রয়েছে সরকারের তরফ থেকে বারবার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা বৃদ্ধি করা এবং লিঙ্ক না করালে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। এছাড়াও রয়েছে আর্থিক জরিমানা।

তবে এই সকল আলোচনার মধ্যেও ৯৯% মানুষ জানেন না প্যান কার্ডের ১০ ডিজিটের মধ্যে লুকিয়ে থাকা দারুণ সব রহস্যের বিষয়ে। দেখা যাবে যে কোন প্যান কার্ডের ক্ষেত্রে ১০ ডিজিটের প্রথম ৫ ডিজিট হয়ে থাকে ইংরেজি বর্ণমালা, পরের ৪ ডিজিট হয় ইংরেজি অক্ষর এবং শেষ ডিজিট হয় ইংরেজি বর্ণমালার। এই সকল ডিজিটের মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য।

যেমন চতুর্থ বর্ণমালা বুঝিয়ে থাকে আপনার প্যান কার্ড আয়কর বিভাগের কোন ধরনের। যে সকল প্যান কার্ডের চতুর্থ বর্ণমালায় P থাকে সেগুলি পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত। আর যে সকল প্যান কার্ডের চতুর্থ বর্ণমালায় F থাকে সেই সকল প্যান কার্ড ফার্মের নামে ইস্যু করা হয়। যে সকল প্যান কার্ডের চতুর্থ বর্ণমালায় T লেখা থাকবে সেগুলি ট্রাস্টের। যে সকল প্যান কার্ডের চতুর্থ বর্ণমালায় G থাকে সেই সকল প্যান কার্ড সরকারি প্যান কার্ড বোঝানো হয়।

প্যান কার্ডে আরও একটি উল্লেখযোগ্য রহস্য রয়েছে। আর সেই রহস্য লুকিয়ে রয়েছে প্যানকার্ডের পঞ্চম বর্ণমালায়। যে সকল প্যান কার্ড ব্যক্তিগত সেই সকল প্যান কার্ডধারীর টাইটেলের প্রথম অক্ষর রাখা হয় প্যান কার্ডের পঞ্চম বর্ণমালায়। অর্থাৎ কোন ব্যক্তির যদি টাইটেল DAS হয়ে থাকে তাহলে তার প্যানকার্ডের পঞ্চম বর্ণমালা হবে D।