Actor Jeet: জিৎ নামই নয়, জানেন জিতের আসল না কী! পদবিই বা কী!

Do you know the real name of Tollywood actor Jeet: টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিৎ (Actor Jeet)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয় তাকে অনেকটা বলিউডের সলমন খানের সঙ্গেও তুলনা করা চলে। বাংলা বিভিন্ন বাণিজ্যিক ছবি একের পর এক হিট হয়েছে তার অভিনয়ের দক্ষতায়। জিৎ নামেই পরিচিত তিনি। নামের সঙ্গে পদবী ব্যবহার করতে দেখা যায় না তাকে। এমনকি বাবার দেওয়া সম্পূর্ণ নামটিও ব্যবহার করেন না তিনি।

অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানেন না জিৎ -এর প্রকৃত নাম কিন্তু জিৎ নয়। জিৎ আসলে বাঙালি নন। তার একেবারে স্বচ্ছ পরিষ্কার বাংলা চললে কখনোই বোঝা যায় না তার পরিবার সম্পূর্ণ ভাবে অবাঙালি। জিৎ -এর পদবী হল ‘মদনানী’। তবে অভিনয় জগতে আসার পর কখনোই তাকে এই পদবী ব্যবহার করতে দেখা যায়নি।

জানা যায় জিৎ (Actor Jeet) পড়াশোনা সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে। পরে নিউ আলিপুর এবং হাজরার ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করেন তিনি। এরপরে তিনি তাঁর পরিবারিক ব্যবসায় যোগ দেন। তবে সৃজনশীল কাজে প্রতি ঝোঁক থাকার কারণে অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায়।

আরও পড়ুন 👉 Arijit Singh Autograph Viral Video: হাতের কাছে কিছুই ছিল না, শেষমেষ অটোগ্রাফ নিতে অরিজিৎকে গায়ের টপ ছুঁড়লেন মহিলা

বড় বড় অভিনেতাদের দেখে অভিনয় করার চেষ্টা করতেন তিনি। আপনি যে ভাগ্য পরীক্ষা করতেই অভিনয় জগতে পা রাখেন জিৎ (Actor Jeet)। অবশেষে সেই পথে পেয়েছেন প্রভূত সাফল্য। ২০১১ সালে ২৪শে ফেব্রুয়ারি মোহনা রতলানীর সঙ্গে বিয়ে হয় তার। ২০১২ সালে ১২ই ডিসেম্বর জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান নবন্যার। সম্প্রতি পুত্র সন্তানেরও পিতা হয়েছেন জিৎ। মা-বাবা, স্ত্রী এবং দুই পুত্র কন্যাকে নিয়ে সুখেই পারিবারিক জীবন কাটছে তার।

তবে সম্প্রতি একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেন নিজের পদবী ব্যবহার করেন না সে উত্তর দিয়েছিলেন নিজেই। তিনি বলেন “আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধুই জিৎ। স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানি। বাড়িতে সকলেই জিতু জিতু বলে ডাকত। তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে জয় করা। আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম”।