বাসে চড়েন প্রতিদিন! কিন্তু এর বাংলা অর্থ জানা আছে কি?

Published on:

Advertisements

আমাদের নিত্যদিনের যাতায়াতের অন্যতম ভরসা বাস। এই গণপরিবহন ব্যবহার করে হাজার হাজার মানুষ প্রতিদিন নিজেদের কর্মস্থলে পৌঁছে যান। গ্রীষ্ম–বর্ষা–শীত, সমস্ত ঋতুতে এই বাসে চড়ে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারেন। হয়তো এমন অনেক গ্রাম রয়েছে, যার নাম বেশিরভাগ মানুষই জানেন না। অথচ সেই গ্রামে পৌঁছে যায় বাস। ভারতীয় রেল যদি ভারতের লাইফ লাইন হয়ে থাকে, তাহলে গ্রামাঞ্চলের লাইফসাইন বাস।

Advertisements

কিন্তু জানেন কি বহুল প্রচলিত এই বাসের বাংলা অর্থ? প্রতিদিন ব্যবহার করলেও এই বাসের বাংলা নাম জানার চেষ্টা অনেকের মাথাতেই আসেনি। বহু বুদ্ধিজীবীও নাকি বাসের বাংলা অর্থ বলতে অসমর্থ্য হয়েছেন। আজকে জেনে নিন আমাদের পরিবহন ব্যবস্থার অন্যতম ভরসা বাসের বাংলা অর্থ। কিন্তু তার আগে জেনে নিতে হবে প্রথমবার রাস্তায় নামার ইতিহাস। জেনে নিতে হবে বাসের বিবর্তন।

Advertisements

জানা যায়, সর্বপ্রথম ইউরোপে বাস চলাচল শুরু হয়েছিল ১৮২০ সালে। ইউরোপের রাস্তায় প্রথমবারের জন্য নেমেঠিল বাস। যদিও সেই বাস ছিল ঘোড়ায় টানা। ১০ বছর পর অর্থাৎ ১৮৩০ এর দশকে বাস চলাচলে প্রথমবার আসে বিবর্তন। রাস্তায় চলাচল শুরু করে বাষ্প চালিত বাস। বাষ্প চালিত বাস বেশ কয়েক দশক মানুষ মানুষজনকে পরিষেবা দিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে ১৮৮২ সালে বৈদ্যুতিক ট্রলিবাসগুলির চলাচল শুরু হয়। তারপর থেকেই বাস পরিষেবা ধাপে ধাপে আরও উন্নত হতে শুরু করে।

Advertisements

কিন্তু এ তো গেল বাসের বিবর্তনের ইতিহাস। এবার জেনে নেওয়া যাক বাসের বাংলা অর্থ। আমরা সকলেই জানি, বাস একটি ইংরেজী শব্দ। কিন্তু এর বাংলা অর্থ সেভাবে আমরা খোঁজার কখনো চেষ্টা করিনি। আমরা যদি বাস শব্দের ইংরেজি অনুবাদ করি, তাহলে দাঁড়াচ্ছে সাধারণ যাত্রীদের জন্য এটি একটি নির্দিষ্ট রুটে যাওয়া আসার জন্য বড় গাড়ি। কিন্তু যে কোন লেখার ক্ষেত্রে বা লোকমুখে বাস শব্দটি বেশি প্রচলিত এবং জনপ্রিয়।

তবে এবার যদি আমরা বাস শব্দের ইংরেজি অনুবাদ করি তাহলে তা দাঁড়াচ্ছে, যাত্রীবাহী বড় মোটর গাড়ি। কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ সেভাবে পরিচিত হতে পারেনি। এমনকি অনেক বুদ্ধিজীবীরাও বাসের বাংলা বলতে ব্যর্থ হয়েছেন। তাই এই পরিষেবা চালু হওয়ার পর থেকে আমাদের কাছে বাস শব্দটির জনপ্রিয়তা বেশি হয়েছে। একটি বাস রাস্তায় ত্রিশটি গাড়ি প্রতিস্থাপন করতে সক্ষম। বাসগুলি যানজট কমাতেও সহায়তা করে। একই সঙ্গে সাধারণ মানুষ খুব কম খরচে, কম সময়ে এই বাসের সাহায্যে পৌঁছে যেতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায়।

Advertisements