Abhijeet Sawant: জানেন কী ইন্ডিয়ান আইডল জয়ী হয়েছিলেন অভিজিৎ সাওয়ান্ত এখন কোথায়

Why Indian Idol winner Abhijit Sawant disappeared despite the popular: অভিজিৎ সাওয়ান্ত (Abhijeet Sawant) ‘ইন্ডিয়ান আইডল’-এর হাত ধরেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। তিনি বিজয়ী হওয়ার পর বহু গান রেকর্ড করেছিলেন। শুধু তাঁকে একবার দেখার জন্য ভিড় জমাতো অগুনতি অনুরাগীরা। কিন্তু খ্যাতির এত শীর্ষে পৌঁছেও কেন অভিজিৎ সাওয়ান্ত বলিউডে কোনরকম ছাপই ফেলতে পারলেন না?

সালটা ছিল ২০০৪। প্রথম টেলিভিশনে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল নামে একটি গানের রিয়েলিটি শো। সেই ইন্ডিয়ান আইডল-এর প্রথম সিজনের বিজয়ী হয়েছিলেন অভিজি‍ৎ সাওয়ান্ত (Abhijeet Sawant)। শো-তে বিজয়ী হওয়ার পর তার একাধিক অ্যালবামও প্রকাশিত হয়েছিল। ঠিক সেই সময়ে এই নতুন তরুণ গায়কের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

কিন্তু তিনি যেনো সাফল্য পেয়েও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি। অভিজি‍ৎ সাওয়ান্ত (Abhijeet Sawant) পেয়েছিলেন তার অনুরাগীদের ভালোবাসা কিন্তু অভাব ছিল যোগ্য কাজের। কেনো তিনি রিয়্যালিটি শোয়ের বিজয়ী হয়েও জায়গা করে নিতে পারেননি বলিউডের মত জায়গায়? কিসের অভাব ছিল তার মধ্যে? তিনি বহু সিনেমা যেমন ‘আশিক বনায়া আপনে’, ‘তিস মার খান’, ‘ডিশুম’-এর মতো একাধিক হিট ছবিতে গান করেন। কিন্তু টিকে থাকার কঠিন ইঁদুর দৌড় থেকে হারিয়ে যেতে থাকেন তিনি।

প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার জন্যই আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এই প্রতিভাবান গায়ক। একটি সাক্ষাৎকারে অভিজিৎ সাওয়ান্ত বলেন যে, এই ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক কাজের অনেক রকম সুযোগ পাওয়া যায়। কিন্তু তার সাথে অবশ্যই প্রয়োজন একজন গডফাদার। যখন তিনি পথ দেখিয়ে দেবেন কাজের সুযোগ সহজেই চলে আসবে।

যখন এক দিকে ছিল তাকে নিয়ে তুমুল জনপ্রিয়তা, তখনই অন্য দিকে কাজের অভাব দেখা গিয়েছিল। কিন্তু জীবনে অদ্ভুত টানাপড়েনের মুখোমুখি হয়েছেন এই গায়ক। নিজের জীবনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান আইডলের পর যখন তিনি কাজ খুঁজছিলেন তখন এক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজের বিষয়ে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাকে দেখার জন্য ভিড় জমিয়ে ছিল তার অনুরাগীরা। কী কারণে বাইরে এত ভিড়, তা দেখার জন্য অবশেষে সেই সঙ্গীত পরিচালককে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল। অভিজিৎ বলেন, অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। এক দিকে, লোকজন তাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিল। আর অন্য দিকে, তিনি কাজ খুঁজে বেড়াচ্ছেন।